এক ওভারে রেকর্ড ৩৭ রান, ওয়াংখেড়েতে জাদেজা ঝড়
এক ওভারে ৬ বল। ৬টি ছক্কা মারলেও ৩৬ রান। নাকি এরচেয়েও বেশি রান তোলা সম্ভব? রোববার বিকেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি যারা দেখেছেন, তারা উত্তরটা জেনে গেছেন। রবীন্দ্র জাদেজা; চেন্নাইয়ের এই অলরাউন্ডার ৩৬ এর সীমানা ছাড়িয়ে গেলেন, বেঙ্গালুরুর পেসার হার্শাল প্যাটেলের এক ওভার থেকে তুললেন ৩৭ রান!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এটি একটি রেকর্ড। যদিও রেকর্ড গড়া হয়নি জাদেজার, আগের রেকর্ড ছুঁতে পেরেছেন তিনি। ২০১১ আইপিএলে এক ওভারে ৩৭ রান তুলে রেকর্ড গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা ক্রিস গেইল। কোচি তাস্কার্স কেরালার বাঁহাতি পেসার প্রশান্ত পরমেশ্বরনের এক ওভার থেকে ক্যারিবীয় এই ব্যাটিং দানব একটি নো বলসহ সাত বলে ৪টি ছক্কা ও ৩টি চারে ৩৭ রান তুলেছিলেন।
গেইলের রেকর্ড ছোঁয়ার ম্যাচে ব্যাটে-বলে অতিমানবীয় হয়ে উঠেছিলেন জাদেজা। বলা যায় তার একার পারফরম্যান্সের কাছেই হেরে গেছে বিরাট কোহলির দল বেঙ্গালুরু। প্রথমে ব্যাট হাতে মাত্র ২৮ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬২ রানের হার না মানা ইনিংস খেলেন জাদেজা। পরে বল হাতে স্পিন ঘূর্ণিতে ৪ ওভারে ১৩ রান খরচায় ৩টি উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।
ম্যাচ সেরা জাদেজার পুরো পারফরম্যান্সের সেরা অংশ ছিল এক ওভারে ৩৭ রান তোলা। ইনিংসের শেষ ওভারে হার্শাল প্যাটেলকে রীতিমতো পাগল বানিয়ে তোলেন তিনি। অথচ আগের তিন ওভারে দারুণ বোলিং করেন হার্শাল, ৩ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। সেই ভরসা থেকেই শেষ ওভারে তার হাতে বল তুলে দেন কোহলি। কিন্তু এই ওভারে তার ওপর দিয়ে যে ঝড় বয়ে যায়, তা হয়তো কোনো দিনই ভুলতে পারবেন না হার্শাল।
ইনিংসের শেষ ওভারে হার্শালকে ছক্কা মেরে শুরু করেন জাদেজা। পরের বলেও বল আকাশে ভাসিয়ে সীমানা পার করেন তিনি। দুই ছক্কা হজম করে তালগোল পাকিয়ে ফেলেন হার্শাল, ইয়র্কার দিতে গিয়ে করে ফেলেন নো বল। এই বলেও ছক্কা মারেন জাদেজা। পরের বল ফ্রি হিট, ছক্কা বাগিয়ে নিতে একেবারেই সমস্যা হয়নি ভারতীয় এই অলরাউন্ডারের।
চতুর্থ বলে জাদেজাকে ফিরিয়ে দিতে পারতেন হার্শাল। তার লো ফুলটসে ব্যাট চালিয়ে এক্সট্রা কভারে ক্যাচ দেন জাদেজা। কিন্তু ক্যাচটি নিতে পারেননি ফিল্ডার। জীবন পেয়ে পরের দুই বলে ফের জাদেজার ব্যাটিং ঝড়। পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে চার মেরে ৩৭ রান তুলে নেন তিনি।
৩৭ রান তুলেও রেকর্ড গড়া হয়নি জাদেজার। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে এরচেয়েও বেশি রানের ওভার আছে। এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিসের দখলে। ২০১২ সালে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির কোয়ার্টার ফাইনালে ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলারের ওভার থেকে ৩৮ রান তোলেন স্টাইরিস। ওই ম্যাচে মাত্র ৩৭ বলে ৫টি চার ও ৯টি ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন সাবেক কিউই এই অলরাউন্ডার।