এক ডাকে উত্তর নিচ্ছেন দুই তামিম
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেট। বোলিং প্রান্তে প্রস্তুত তাইজুল ইসলাম, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদিরা। ব্যাট হাতে শুরুটা করলেন তামিম। কয়েক বল পর ব্যাটসম্যান বদল। কিন্তু বদল হয়ে এবারও ব্যটিংয়ে তামিম!
খটকা লাগতে পারে, সেটাই স্বাভাবিক। আসলে দুজন ব্যাটসম্যানের নামই তামিম। একজন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১৩ বছর ধরে। আরেকজন বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটার তানজিদ হাসান। ব্যাটসম্যান বদল হলেও তাই ব্যাটিংয়ে তামিমই থেকেছেন।
নাম নিয়ে বিড়ম্বনাতেই পড়েছেন এই দুই ক্রিকেটার। অনুশীলনে তামিম বলে ডাকলে সাড়া দিচ্ছেন দুজনই। পরে নিশ্চিত হতে হচ্ছে, সিনিয়র তামিম নাকি জুনিয়র তামিমকে ডাকা হয়েছে। তামিম ইকবালের দলের হয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলবেন তানজিদ তামিম। দুজনের ওঠাবসা যেহেতু এক সঙ্গেই হবে, এ কারণে জুনিয়রের জন্য নতুন নাম খোঁজার কথা বলছেন তামিম ইকবাল।
বিসিবির আয়োজিত ৫০ ওভারে টুর্নামেন্টে মঙ্গলবার মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে তামিম একাদশ। এই ম্যাচকে সামনে রেখে সোমবার ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করেছেন তামিম একাদশের ক্রিকেটাররা। কালকের ম্যাচে তানজিদ তামিমকে নিয়ে ইনিংস উদ্বোধন করার কথা জানিয়েছেন তামিম। পাশাপাশি নাম জটিলতাও দূর করার কথা তার মুখে।
অনুশীলনের পর তামিম বলেন, 'কাল আরেক তামিমের সাথে ওপেন করব; আমরা একটু দ্বিধান্বিত হয়ে যাই। এতোদিন তো সবাই তামিম ভাই বলে ডাকত। এখন অনেকে ওকে তামিম বলে ডাকে; ফলে দুজনকেই তাকাতে হয়। আমি তাই বলেছি ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায়।'
নাম নিয়ে দ্বিধান্বিত হলেও তামজিদ তামিমের মেধা নিয়ে দ্বিধা নেই তামিম ইকবালের। যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্যকে নেটে ব্যাট চালাতে দেখেই তামিম বুঝতে পেরেছেন, লম্বা পথ তার সামনে। অনুজের সঙ্গে ইনিংস উদ্বোধন করা নিয়ে রোমাঞ্চিতও তামিম, 'ওকে যতটা দেখলাম, ওর সাথে নেট শেয়ার করেছি, বেশ সম্ভাবনাময় খেলোয়াড়। আশা করি ও অনেক দূর যাবে। আর আমি ওর সাথে কাল ওপেন করার জন্য অপেক্ষা করছি।'
মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তামিম। বাড়তি দুটি দিন পাওয়ায় সেটা দলের জন্য ভালো হয়েছে জানিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, 'এটা আমাদের প্রথম ম্যাচ। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দল হিসেবে আমরা দুটি বাড়তি দিন অনুশীলন করতে পেরেছি, এটা বাড়তি একটা সুযোগ ছিলো।'
তামিম ইকবালের দলে চারজন বিশ্বজয়ী যুবা ক্রিকেটার আছেন। আকবর আলী, তানজিদ তামিম, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেনের মতো তরুণ ক্রিকেটার নিয়ে লড়বেন তিনি। এই লড়াইয়ের আগে জুনিয়রদের কাছ থেকে বিশ্ব জয়ের গল্প শুনেছেন তামিম।
এই টুর্নামেন্টে খেলতে সবাই রোমাঞ্চিত জানিয়ে তামিম বলেন, 'অনূর্ধ্ব-১৯ দলের কিছু খেলোয়াড় আছে। তারাও এখন দলে। ওদের সাথে অনুশীলনের একটা অভিজ্ঞতাও হয়েছে। ওরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কিভাবে কী করলো, সে বিষয়েও কথা হয়েছে। এই আসরটি হাই-ভোল্টেজ হবে। প্রতিটি খেলোয়াড় রোমাঞ্চিত। আমরা আজ ভালো অনুশীলন করেছি। আশা করি কালকের ম্যাচ দারুণ হবে।'