এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দারুণ জয়
ব্যবধানটা আরও বড় হতে পারতো। শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া নিমকে চেপে ধরেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অবিরত আক্রমণ করে যাচ্ছিল ফরাসি চ্যাম্পিয়নরা। নিমের গোলরক্ষক বাতিস্ত রেনেত প্রাচীর হয়ে দাঁড়িয়ে পিএসজির দারুণ কিছু আক্রমণ ফিরিয়েছেন। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। বড় জয় তুলে নিয়েছে পিএসজি।
লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার নিমের মাঠে দাপুটে ফুটবলই খেলেছে পিএসজি। প্রাণ ভোমরা নেইমার না থাকলেও সেটা অনুভূত হয়নি। নিমকে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। জোড়া গোল কেরছেন কিলিয়ান এমবাপ্পে। একটি করে গোল দিয়েছেন আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জি ও পাবলো সারাবিয়া।
৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে রেঁসেরও ১৫ পয়েন্ট। গোল ব্যবধানে দুই নম্বরে আছে দলটি। ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লিলি।
নেশন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের কারণে পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দলে ফিরেছিলেন। ফেরার তিনদিন পরই ম্যাচ। সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও। ব্যস্ত সূচির কথা চিন্তা করে নেইমার, আনহেল ডি মারিয়াসহ নিয়মিত একাদশের আরও কয়েকজনকে এ ম্যাচে নামানটি পিএসজির কোচ টমাস টুখেল। যদিও মাঠে পিএসজিকে কম শক্তির দল মনে হয়নি।
শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া পিএসজির প্রথম গোলের দেখা পায় ৩২তম মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সফরকারীরা।
দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মিলছিল না। অনেক আক্রমণ সাজালেও জালের ঠিকানা পাচ্ছিল না পিএসজি। ৭৭তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুন করেন ফ্লোরেঞ্জি। দ্বিতীয় গোলের দেখা পেতেই যেন গোলভাগ্য ফিরে পায় দলটি। ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ৮৮ মিনিটে ব্যবধান ৪-০ করেন সারাবিয়া।