ঐতিহাসিক সিরিজ জয়ে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন রাহানে-পন্তরা
অস্ট্রেলিয়া সফরের শুরুটা দুঃস্বপ্নের হলেও তা কাটিয়ে উঠতে সময় নেয়নি ভারত। দ্বিতীয় টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে সমতায় ফেরা ভারত পরের দুটি টেস্টে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। চতুর্থ টেস্টে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ঐতিহাসিক এক সিরিজ জয় করেছে সফরকারীরা। বীরোচিত এই সাফল্য পাওয়ায় পকেট ভারী হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের।
ভারত দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারত দলকে ৫ কোটি রুপি বোনাস দেবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ব্রিসবেন টেস্টে রোমাঞ্চকর লড়াই শেষে ৩ উইকেটের জয় পেয়েছে ভারত। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে অজিঙ্কা রাহানের দল। সিরিজ জয় নিশ্চিতের কয়েক ঘণ্টা পর ৫ কোটি রুপি বোনাসের ঘোষণা দেয় বিসিসিআই।
এক টুইট বার্তায় বোনাসের বিষয়টি জানান বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহা। টুইটে তিনি লেখেন, 'দলের জন্য বোনাস হিসেবে ৫ কোটি রুপি দেওয়ার ঘোষণা দিচ্ছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের জন্য এটা বিশেষ মুহূর্ত। মান ও দক্ষতার অসামান্য এক প্রদর্শন।'
বোনাসের বিষয়টি নিয়ে টুইট করেছেন বিসিসিআইয়ের সভাপতি ও দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। তিনি লিখেছেন, 'অসাধারণ এক জয়। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দলের প্রত্যেকেই দারুণ করেছে। দলের জন্য ৫ কোটি রুপি বোনাস ঘোষণা করছে বিসিসিআই।'
ব্রিসবেনে ৩২ বছর ধরে রাজত্ব করে আসা অস্ট্রেলিয়াকে মাটিতেই নামিয়ে নিয়ে এসেছে ভারত। দীর্ঘ এই সময়ে ব্রিসবেনে ৩১টি টেস্টে অপরাজিত ছিল অজিরা। ৩২৮ রান তাড়াতেও রেকর্ড গড়েছে রাহানের দল। এই মাঠে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। রান তাড়ায় জয়ের আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ার। ১৯৫১ সালে ২৩৬ রান তাড়া করে জিতেছিল স্বাগতিকরা।