করোনার ভয়ে চীনে আর্চারি বিশ্বকাপ স্থগিত
করোনা ভাইরাস এবার ছোবল দিলো আর্চারি বিশ্বকাপে। ৪ থেকে ৯ মে চীনের সাংহাইয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
দেশটিতে করোনা ভাইরাসের মারাত্মক প্রভাব ও তাতে ব্যাপক প্রাণহানি ঘটতে থাকায় আয়োজকরা বিশ্বকাপ স্থগিত করে দিয়েছেন। তাদের আশঙ্কা, এ অবস্থায় চীনে এমন একটি আসরের আয়োজন করা হলে সেটি খেলোয়াড় ও দর্শকদের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।
এবারের বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ও পুরুষ রিকার্ভ দলেরও। স্বভাবই তাদেরও চীনে যাওয়া হচ্ছে না।
এদিকে আলজাজিরার খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসে চীনে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। সমগ্র চীনে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জন। এমন পরিস্থিতিতে সেখানে বিশ্বকাপ আয়োজন নিয়ে ক্রীড়াবিশ্বে প্রশ্ন উঠেছিল। তাই বিশ্বকাপ স্থগিত হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।