করোনার হানায় নতুন করে দল সাজাতে হচ্ছে ইংল্যান্ডকে
সবই চূড়ান্ত, দুদিন পর শুরু সিরিজ। এমন সময়ে বড় ধাক্কাই খেল ইংল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ডের খেলোয়াড় ও ম্যানেজমেন্ট মিলিয়ে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শেষ সময়ে এসে নতুন করে দল সাজাতে হচ্ছে স্বাগতিকদের।
এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, পিসিআর টেস্টে তিন জন খেলোয়াড় ও ম্যানেজমেন্টের চার জনের করোনা পজিটিভ এসেছে।
বিবৃতিতে আক্রান্তদের নাম প্রকাশ করা হয়নি। তিনজন খেলোয়াড় আক্রান্ত হলেও যুক্তরাজ্য সরকারের কোয়ারিন্টন প্রটোকল অনুযায়ী পুরো দলকেই আইসোলেশনে রাখা হয়েছে।
দল ঘোষণার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই নতুন দল ঘোষণা করা হবে। এই দলের অধিনায়ক করা হয়েছে বেন স্টোকসকে। আইপিএল খেলতে গিয়ে আঙুলের চোটে মাঠ থেকে ছিটকে যান তারকা এই অলরাউন্ডার।
দীর্ঘদিন মাঠের বাইরে থাকা স্টোকস কদিন আগে টি-টোয়েন্টি ব্লাস্ট দিয়ে ক্রিকেটে ফেরেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না তিনি। এক প্রকার বাধ্য হয়ে স্টোকসকে দলে ভেড়ানো হলো। ফেরাটাও হচ্ছে নতুন অভিজ্ঞতায়। প্রথমবারের মতো ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।
ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী বৃহস্পতিবার শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে সিরিজটি।