করোনায় আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোশরারফ হোসেন রুবেল। অভিজ্ঞ এই ক্রিকেটারের বাবাও করোনায় আক্রান্ত। বাঁহাতি এই স্পিনার নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে মোশাররফ রুবেলের বাবা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে ভর্তি আছেন। মূলত বাবার দ্বারাই করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা বাঁহাতি এই স্পিনার।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মোশাররফ বলেন, 'আমার বাবা করোনা পজিটিভ, কয়েকদিন ধরে সিএমইচের আইসিউতে আছেন। আব্বার সংস্পর্শে যাওয়া হয়েছে আমার। এরপর আমিও আক্রান্ত হয়েছি। হঠাৎ করে উপসর্গ দেখা দেয়, কোনো স্বাদ-গন্ধ পাচ্ছিলাম না। কাল পরীক্ষা করাই। কালই রিপোর্ট পেয়েছি, করোনা পজিটিভ এসেছে। আপাতত আইসোলেশনে আছি।'
মোশাররফের স্ত্রী-সন্তানের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদেরকে শ্বশুড় বাড়ি পাঠিয়ে দিয়েছেন তিনি, 'আমার শরীরের অবস্থা বর্তমানে ভালো আছে। এমনিতে কোনো সমস্যা নেই। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে। ওদেরকে আমার শ্বশুড় বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি আমার ঢাকার বাসাতে আইসোলেশনে আছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।'
২০১৯ সালে ব্রেইন টিউমারে আক্রান্ত হন মোশাররফ রুবেল। আক্রান্ত হওয়ার কিছুদিন পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মোশাররফের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। এরপর সেখানেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার।
জাতীয় দলে মোশাররফ রুবেলের সফর লম্বা না হলেও দীর্ঘদিন দিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন তিনি। ১১২টি প্রথম শ্রেণি ও ১০৪টি লিস্ট 'এ' ম্যাচে যথাক্রমে ৩৯২ ও ১২০টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। ২০০১ থেকে ঘরোয়া ক্রিকেট খেলে আসা মোশাররফ রুবেল ব্যাট হাতেও কম যান না। প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' মিলিয়ে ২টি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।