করোনায় আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো
পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে বিপদেই পড়তে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পর্তুগালের ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে। করোনায় আক্রান্ত হওয়ায় নেশন্স লিগে বুধবার সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো।
করোনায় আক্রান্ত হলেও ৩৫ বছর বয়সী রোনালদোর শারীরিক অবস্থা ভালো আছে। নিজ ব্যবস্থাপনায় বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। পর্তুগালের ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, 'সে ভালো আছে। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।'
গত সোমবার ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলেছে পর্তুগাল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ভ্রমণ করায় ওই ম্যাচের পর সব ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পাঁচবারের ব্যাল ডি'অর জয়ী রোনালদো করোনা পজিটিভ হন।