করোনায় আক্রান্ত দিবালা ও তার বান্ধবী
প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট বেড়েই চলেছে। বিশ্বজুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এবার সেই তালিকায় যুক্ত হলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনির নাম। দুজনই কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। খবরটি দিবালা নিজেই নিশ্চিত করেছেন।
নিজেদের করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারটি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন গত ১১ মার্চ থেকে তুরিনে হোম কোয়ারেন্টিনে থাকা দিবালা।
টুইটে দিবালা লিখেছেন, 'সবাইকে আমি একটা বিষয়ে জানাতে চাই যে, কোভিড-১৯ টেস্টের পরীক্ষার ফল আমরা হাতে পেয়েছি। আমি এবং ওরিয়ানা দুজনই পজিটিভ। সৌভাগ্যক্রমে আমরা দুজনই বেশ ভালো অবস্থায় আছি। আপনাদের সবার বার্তার জন্য ধন্যবাদ।'
দিবালার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস কর্তৃপক্ষও। এক বিবৃতিতে জুভেন্টাস বলেছে, 'মেডিকেল টেস্ট করিয়েছে দিবালা। পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ পাওয়া গেছে। ১১ মার্চ থেকেই দিবালা হোম কোয়ারেন্টিনে আছে। স্বাভাবিক নিয়ম মেনেই তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে, সে সুস্থ আছে।'
এ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবের তিনজন ফুটবলার করোনায় আক্রান্ত হলেন। গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হন জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েলে রুগানি। এরপর আক্রান্ত হন মিডফিল্ডার ব্লেইজ মাতুইদিও। এবার তালিকায় যুক্ত হলো দিবালার নাম।
রুগানি করোনায় আক্রান্ত হওয়ার পর তুরিনে হোম কোয়ারেন্টিনে চলে যান দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা। তখন থেকেই গুঞ্জন, করোনায় আক্রান্ত দিবালা। কিন্তু আর্জেন্টাইন এই তারকা ফুটবলার জানিয়েছিলেন, তিনি শুধু পরীক্ষা করিয়েছেন। অবশেষে সেই পরিক্ষায় আক্রান্ত হওয়ার খবর পেলেন দিবালা।
করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে জুভেন্টাসের গঞ্জালো হিগুয়েন, সামি খেদিরা, ডগলাস কস্তা ও মিরালেম পিয়ানিচের। পরিবারের সঙ্গে সময় কাটাতে এই চার ফুটবলার এরই মধ্যে দেশে ফিরে গেছেন। যদিও তাদের দেশে ফেরা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে।