করোনা পরীক্ষার প্রথম ধাপে যুবাদের সবাই নেগেটিভ
শক্তিশালী অনূর্ধ্ব-১৯ দল গঠনে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারকে নিয়ে আগামী ২৩ আগস্ট শুরু হবে ক্যাম্প, চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্প শুরুর আগে কয়েক ধাপে যুবাদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
প্রথম ধাপে রোববার বিসিবিতে ১৫ জন ক্রিকেটার ও ১২ জন সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। যেটার রিপোর্ট এসেছে আজ। সবার রিপোর্টের ফলই নেগেটিভ এসেছে। করোনা পরীক্ষায় উতরানো এই ২৭ জন দুই-একদিনের মধ্যে বিকেএসপিতে চলে যাবেন।
বিসিবির একাডেমি ভবনে ১৮ আগস্ট দ্বিতীয় ধাপে করোনা পরীক্ষা করা হবে যুব ক্রিকেটার ও তাদের সাপোর্টিং স্টাফদের। তৃতীয় ও শেষ ধাপের করোনা পরীক্ষা করা হবে ২০ আগস্ট।
প্রথম ধাপের করোনা পরীক্ষায় সবার নেগেটিভ ফলের খবরটি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'প্রথম ধাপের করোনা পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। এদের সবাইকে বিকেএসপি পাঠানো হবে। সূচি অনুযায়ী বাকি ক্রিকেটারদের পরীক্ষা শেষে একইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।'
বিকেএসপিতে স্কিল ক্যাম্প চলাকালীন ৮টি অনুশীলন ম্যাচ খেলবে যুব ক্রিকেটাররা। ম্যাচগুলো ৮, ৯, ১১, ১২, ১৪, ১৫, ১৭ ও ১৮ সেপ্টেম্বর বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পের পর যুবাদের চূড়ান্ত দল গঠন করা হবে।