কুড়ি পার করলেন না কেউ প্রথম ইনিংসে! প্রথমবার ভারতের এমন লজ্জার রেকর্ড
ইতিহাসে এই প্রথম, টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের কোনও ব্যাটসম্যানই ২০ রান টপকাতে পারলেন না। দলের সর্বাধিক ১৯ রান করলেন রোহিত শর্মা। মাত্র ৭৮ রানেই শেষ হয়ে গেল হেডিংলে টেস্টে ভারতের প্রথম ইনিংস।
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর সিদ্ধান্ত যে ঠিক ছিল না সেটা প্রমাণ করলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেস বোলার জেমস অ্যান্ডারসন। বিরাট কোহলিদের বিরুদ্ধে প্রথম স্পেলে ৮ ওভার বল করে ছয় রান দিয়ে তিন উইকেট তুলে নিলেন ৩৯ বছরের অ্যান্ডারসন।
এরপরে বল হাতে জ্বলে ওঠেন অলি রবিনসন। ১০ ওভার বল করে ২ উইকেট নিলেন তিনি। রাহানে ও ঋষভ পন্তকে ফেরান তিনি। জাদেজাকে আউট করেন স্যাম কারান। বুমরাহকেও আউট করেন তিনি। ওভারটন ২ উইকেট শিকার করেন।
এ দিনের ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক ১৯ রান করেন রোহিত শর্মা। এরপরে অজিঙ্কা রাহানে করেন ব্যাক্তিগত ১৮ রান।
ভারতের হয়ে কেএল রাহুল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ শূন্য রান করেন। পূজারা করেন ১ রান, বিরাটের সংগ্রহ ৭ রান। ঋষভ পন্ত দুই ও জাদেজা ৪ রানে আউট হন। মহম্মদ সিরাজ করলেন তিন রান। তাকে ফেরালেন ওভারটন। ৬৭ রান থেকে ৭৮ রানে পৌঁছাতে ভারতকে হারাতে হল ৫টি উইকেট।