ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় রাজি: বিসিবি সিইও
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, তাঁরা ক্রিকেটারদের সঙ্গে চুক্তিতে উপনীত হতে আলোচনা শুরু করতে রাজি আছেন।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‘তাদের দাবিগুলোর সমাধান কঠিন কিছু নয়। শুধু সামান্য সময় লাগবে। তবে সমাধানে পৌঁছুতে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা দরকার’— বললেন বিসিবির সিইও।
তামিম ইকবালের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান নিজাম উদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তামিম বলেছেন, ক্রিকেটাররা আলোচনা করেছেন নিজেদের মধ্যে। আশা করি তারা আলোচনার জন্য আমাদের সঙ্গে বসবেন।’
ক্রিকেটাররা আজ বিকেলে মিডিয়ার সামনে আসছেন এ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘এরপর তাঁরা আমাদের সঙ্গে বসতে পারেন। দরকার হলে বোর্ডের প্রেসিডেন্টও তাদের সঙ্গে বসবেন।’
বাংলাদেশ ক্রিকেট দলের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা ১১ দফা দাবিতে ২১ অক্টোবর থেকে ধর্মঘটের ঘোষণা দেন। তাদের দাবির মধ্যে রয়েছে, বেতন বৃদ্ধি, আরও ভালো চুক্তি এবং ওপেন ট্রান্সফারের সুযোগ প্রদান।
ক্রিকেটারদের ধর্মঘটের ঘোষণার পরদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন সাংবাদিকদের বলেন, তিনি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।
তিনি বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ধ্বংস করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। কারা এর পেছনে আছে সেটা আমরা ঠিকই খুঁজে বের করব।’