গুঞ্জনই সত্যি হলো, টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি
রঙিন পোশাকে নেতৃত্ব হারাতে পারেন বিরাট কোহলি; গত দুই বছরে এমন গুঞ্জন অনেকবারই শোনা গেছে। কিন্তু কোনোবারই সত্যি হয়নি। এবার তা সত্যি হতে যাচ্ছে। আর সেটা কোহলির নিজের সিদ্ধান্তেই। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ততম এই ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন কোহলি।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ভারতীয় অধিনায়ক। পরিবারের সদস্যসহ কোচ রবী শাস্ত্রী ও রোহিত শর্মার সঙ্গে বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
টেস্ট এবং ওয়ানডের অধিনায়ক হিসেবে আরও মনোযোগী হতে কোহলি এই সিদ্ধান্ত নিয়েছেন। কোহলি অধিনায়কত্ব ছাড়লে রোহিত শর্মা যে টি-টোয়েন্টির নেতৃত্ব পাবেন, এটা ভারতীয় ক্রিকেটে ওপেন সিক্রেট। তবে আপাতত এ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় কোহলি লিখেছেন, 'এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য অবশ্যই অনেক সময় লেগেছে। আমার ঘনিষ্ঠ লোকদের সাথে অনেক চিন্তাভাবনা এবং আলোচনা, রবি ভাই এবং রোহিত; যারা নেতৃত্ব দলের একটি অপরিহার্য অংশ; এদের সাথে কথা বলার পর সিদ্ধান্ত নিয়েছি, অক্টোবরে দুবাইতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে আমি সরে দাঁড়াব।'
'আমি বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং সভাপতি সৌরভ গাঙ্গুলীসহ সমস্ত নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। আমি আমার সেরা সামর্থ্য দিয়ে ভারতীয় ক্রিকেট দল এবং ভারত দলকে সেবা দিয়ে যাব।'
কোহলি তার দীর্ঘ ঘোষণায় আরও লিখেছেন, 'আমি সৌভাগ্যবান যে আমি শুধু ভারত নয়, আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভারতীয় ক্রিকেট দলকেও নেতৃত্ব দিতে পেরেছি। ভারতের অধিনায়ক হিসেবে আমার এ যাত্রায় যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সতীর্থ, সাপোর্ট স্টাফ, নির্বাচক কমিটি, আমার কোচ এবং প্রত্যেক ভারতীয় যারা আমাদের জয়ের জন্য প্রার্থনা করেছেন; তাদের ছাড়া আমি এটা করতে পারতাম না।'
কাজের চাপ কমাতেই মূলত কোহলির এই সিদ্ধান্ত। তিনি বলেছেন, 'কাজের চাপ বোঝার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। গত ৮-৯ বছর ধরে ক্রিকেটার হিসেবে এবং ৫-৬ বছর ধরে অধিনায়ক হিসেবে আমাকে যে অসহনীয় চাপ নিতে হয়েছে, তাতে ভারতের টেস্ট এবং ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার আগে আমার কিছুটা সময় দরকার। টি-টোয়েন্টি অধিনায়ক থাকাকালীন আমি দলের জন্য সব করেছি, এখন ব্যাটসম্যান হিসেবেও নিজের সেরাটা দেব।'
২০১৭ সালে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পান কোহলি। এই ফরম্যাটে মহেন্দ্র সিং ধোনির পর সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে ৪৫ ম্যাচের মধ্যে ২৭টি ম্যাচে জিতেছে ভারত। অধিনায়ক কোহলির জয়ের গড় ধোনির চেয়েও বেশি। ধোনির নেতৃত্ব দেওয়া ৭২ ম্যাচের ৪১টিতে জিতেছে ভারত, জয়ের গড় ৫৯.২৮। কোহলির জয়ের গড় ৬৫.১১।