ঘরের মাঠে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের
সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষ কি ঘরের মাঠ, সবখানেই ড্রয়ের ফাঁদে বন্দি স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই ড্র নিয়ে মাঠ ছাড়া জিনেদিন জিদানের শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের ভাগ্য বদলাতে পারলো না। এখানেও ড্রয়ের ফাঁদে আটকে থাকতে হলো তাদের।
তফাৎ এতোটুকুই যে, লা লিগার শেষ ম্যাচে গোল করতে না পারা রিয়াল চেলসির জালে একবার বল পঠিয়েছে। মঙ্গলবার রাতে ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল।
দাপুটে ফুটবল খেলে শুরুতেই এগিয়ে যায় চেলসি। ক্রিশ্চিয়ান পুলিসিকের গোলে ব্যবধান গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। বেশিক্ষণ পিছিয়ে থাকেনি রিয়াল। কিছুক্ষণ পরই অসাধারণ এক ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান এই মৌসুমে রিয়ালের কাণ্ডারি হয়ে ওঠা করিম বেনজেমা।
প্রতিপক্ষের মাঠ হলেও দাপুটে শুরু করে চেলসি। রেফারি বাঁশি বাজতেই রিয়ালের রক্ষণভাগে হানা দিতে শুরু করে টমাস টুখেলের শিষ্যরা। প্রথম ১৫ মিনিটে একচেটিয়া রাজত্ব কায়েম করে চেলসি। দশম মিনিটেই এগিয়ে যেতো পারতো তারা। পুলিসিকের হেড থেকে বল পেয়ে গোল সীমানার একটু দূর থেকে শট নেন টিমো ওয়ার্নার। কিন্তু তার শট ফিরিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া।
টুখেলের কোচিংয়ে বদলে যাওয়া চেলসি আক্রমণ চালিয়ে যেতে থাকে। ১৪তম মিনিটে মিলে যায় গোলের দেখা। আন্তোনিও রুদিগারের বাড়ানো বল রিয়ালের ডি-বক্সে নিয়ন্ত্রণে নেন পুলিসিক। কর্তোয়াকে ফাঁকি দিয়ে দারুণ শটে বল জালে জড়ান অ্যামেরিকান এই উইঙ্গার।
গোল করেও একই ছন্দে খেলে যেতে থাকে চেলসি। তবে দ্য ব্লজদের আক্রমণ সামলে রিয়ালও খেলা গুছিয়ে নিতে শুরু করে। ২০ মিনিটের পর থেকে শুরু হয় বৃষ্টি, আর আক্রমণের ধার বাড়তে থাকে রিয়ালের। ২৩তম মিনিটে বাঁ পায়ে অসাধারণ একটি শট নেন বেনজেমা। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের শটটি পোস্টে লেগে বেরিয়ে যায়।
২৯ মিনিটে গোল আদায় করে নেয় ঘরের মাঠের দলটি। মার্সেলোর নেওয়া কর্নার শটে হেড করেন কাসেমরো। এরপর এডের মিলিতাওয়ের হেড, বল যায় বেনজেমার কাছে। হেডে বলের নিয়ন্ত্রণ নিয়ে পেছনে না তাকিয়েই চমৎকার এক ভলিতে চেলসির জালে বল জড়ান বেনজেমা। ম্যাচের বাকিটা সময় আক্রমণ পাল্টা আক্রমণে কেটেছে। কোনও দলই পারেনি গোল আদায় করে নিতে।