চলে গেলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার হান্নান খান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক ও সাবেক ধারাভাষ্যকার হান্নান খান। সোমবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মঙ্গলবার ফজরের নামাজের পর জানাজা শেষে মোহাম্মদপুরে তাকে দাফন করার কথা।
হান্নান খানের ছোট ছেলে সামিউল খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বাবা ২২ অক্টোবর করোনা পজিটিভ হন। এরপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। দুই দিন পরই ওনাকে আইসিউতে ভর্তি করা হয়। বাবার কিডনিতে সমস্যা ছিল। দিন দিন ওনার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এবার তো চলেই গেলেন আমাদের ছেড়ে।'
হান্নান খান দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৮ সালে দৈনিক আজাদ দিয়ে সাংবাদিকতা শুরু তার। এরপর ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় লিখতে থাকেন। ১৯৭৮ সালে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় ক্রীড়া সাংবাদিক হিসেবে যোগদান করেন তিনি। পরবর্তীকালে একুশে টেলিভিশনের ক্রীড়া বিভাগে কাজ শুরু করেন। এটিএন বাংলায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন হান্নান খান।
শুধু ক্রীড়া সাংবাদিকই হিসেবেই নয়, ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। প্রবীণ এই ক্রীড়া সাংবাদিক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য ছিলেন। ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সম্মাননা দেয় তাকে।
ক্রীড়া সাংবাদিকদের দুটি সংগঠনইই তার মৃত্যুতে শোক জানিয়েছে।