চাকরি হারালেন মরিনহো
ইউরোপিয়ান সুপার লিগ আয়োজন নিয়ে ফুটবল বিশ্বে ঝড় বইছে। এর মাঝে চাকরি হারালেন হোসে মরিনহো। টটেনহ্যাম হটস্পার তাকে বরখাস্ত করেছে।
দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় চাকরি হারাতে হলো পর্তৃগিজ এই কোচকে। টানা ব্যর্থতার দায়ে মরিনহো ও তার কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি বাতিল করেছে টটেনহ্যাম। ইংলিশ ক্লাবটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।
টটেনহ্যামের আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি আন্তরিকভাবে বিদায় জানান মরিনিহোকে। বিবৃতিতে বলা হয়, 'ক্লাব হিসেবে আমাদের সবচেয়ে কঠিন কিছু সময়ে ক্লাবের সঙ্গে ছিল হোসে ও তার কোচিং স্টাফ। হোসে সত্যিকারের পেশাদার, মহামারীকালে যিনি প্রচণ্ড দৃঢ়তা দেখিয়েছেন।'
'ব্যক্তিগতভাবে তার সঙ্গে কাজ আমি উপভোগ করেছি এবং এ জন্য আক্ষেপ হচ্ছে যে, উভয়পক্ষ যেভাবে চেয়েছে, ব্যাপারগুলো সেভাবে এগোয়নি। এই ক্লাব তাকে সব সময়ই স্বাগত জানাবে এবং তাকে ও তার কোচিং স্টাফকে আমরা ধন্যবাদ জানাই তাদের অবদানের জন্য।'
টটেনহ্যামের পরবর্তী কোচ কে হতে পারেন, তা নিয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। বিবৃতিতে টটেনহ্যাম জানিয়েছে, সোমবার দলের অনুশীলন পরিচালনা করবেন রায়ান ম্যাসন এবং সময়মতো পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
মরিনহোর বরখাস্ত হওয়ার পেছনে অন্য কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্রোহী লিগ ইউরোপিয়ান সুপার লিগে অংশ নিতে যাচ্ছে ১২টি ক্লাব। এর মধ্যে টটেনহ্যাম একটি। টটেনহ্যাম সুপার লিগে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর দিনই কোচিং স্টাফসহ চাকরি হারালেন মরিনহো।
সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও বরখান্ত হয়েছিলেন মরিনহো। ম্যান ইউ থেকে চাকরি হারানোর পর প্রায় এক বছর কোনো ক্লাবের দায়িত্বে ছিলেন না পর্তুগিজ এই কোচ। লম্বা ছুটি কাটিয়ে ২০১৯ সালের নভেম্বরে চার বছরের চুক্তিতে টটেনহ্যামের দায়িত্ব নেন তিনি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারাতে হলো তাকে।