চীনের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার হলেন গুয়ানিউ ঝু
চীনের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে আগামী মৌসুমে ইতালীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আলফা রোমেওতে আসছেন গুয়ানিউ ঝু। ২২ বছর বয়সী এই তারকার আগমন দলের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে ফর্মুলা ওয়ানের বাজার বিকাশেও এটি সাহায্য করবে বলে মন্তব্য করেছেন আলফার ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল ফ্রেডেরিক ভ্যাসোর।
ফিনল্যান্ডের অভিজ্ঞ ড্রাইভার ভ্যালেত্তি বোটাসের অংশীদার হবেন গুয়ানিউ ঝু। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সাথে পাঁচটি মৌসুম কাটানোর পর মার্সিডিজ থেকে এসে আলফাতে যোগ দিবেন ভ্যালেত্তি, খেলবেন সম্পূর্ণ নতুন লাইন-আপে।
ঝানু ফিনিশ রেসিং ড্রাইভার কিমি রাইকোনেন যখন অবসরের পথে, তখন ফেরারি-সমর্থিত ইতালীয় ড্রাইভার আন্তোনিও জিওভিনাজ্জির জায়গা দখল করতে যাচ্ছেন ঝু।
ভ্যাসোরের ভাষ্যে, "এই সিদ্ধান্তটা কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ফর্মুলা ওয়ানের পয়েন্ট টেবিলে প্রথম দশটির মধ্যে নবম স্থানে আছে আলফা রোমেও।
রয়টার্সকে ভ্যাসোর বলেন, "শুধুমাত্র ঝু চীনা বলেই নয়, সে এখানে এলে কোম্পানি এবং স্পন্সররা জোর ফিরে পাবে এবং সব মিলিয়ে ফর্মুলা ওয়ানও শক্তিশালী হবে বলে আমি মনে করি।"
গুয়ানিউ ঝু'র ব্যাপারে এখন পর্যন্ত বেশ আত্মবিশ্বাসী ভ্যাসোর। "সে ফর্মুলা টুতে একজন ফ্রন্ট রানার। এই মৌসুমে সে বাহরাইন ও সিলভারস্টোনে জিতেছে এবং চ্যাম্পিয়নশীপ জেতার মতো অবস্থানে আছে। সব মিলিয়ে খুব ভালোভাবে সমন্বয় করা যাবে বলে মনে করি। আমি শুধুমাত্র আশাবাদী নয়, বরং তার চাইতেও বেশি", বলেন তিনি।
চলতি মৌসুমে রেনাল্টের মালিকানাধীন অ্যাল্পাইন ফর্মুলা ওয়ানে একজন টেস্ট ড্রাইভার হিসেবে কাজ করছেন ঝু। গত জুলাইয়ে অস্ট্রিয়াতে তিনি তাদের গাড়ি চালিয়েছেন। ফর্মুলা টুতেও তার অবস্থান দ্বিতীয়।
দলীয় এক বিবৃতিতে ঝু বলেন, "ছোটবেলা থেকেই আমি চেয়েছি আমি যে খেলা সবচেয়ে ভালোবাসি, সেখানে যতদূর সম্ভব সবার উপরে ওঠার। এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। ফর্মুলা ওয়ানে সর্বপ্রথম চীনা ড্রাইভার হওয়া চীনা মোটরস্পোর্টের ইতিহাসে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।"
মৌসুম শেষেই অ্যাল্পাইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন ঝু। ধারণা করা হচ্ছে, চীন থেকে মোটা অংকের সহায়তা পাবেন তিনি। টাকার পরিমাণটা ৩০ মিলিয়ন ডলার বলে কিছু প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে টাকাপয়সার হিসাব-নিকাশের দিকে এগোতে নারাজ ভ্যাসোর। জানালেন, এই মুহূর্তে পারফরমেন্সের দিকেই পূর্ণ মনোযোগ তাদের।
সূত্র: সিএনএন