ছয় সপ্তাহে চারবার করোনায় আক্রান্ত দিবালা
গত ছয় সপ্তাহে চারবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। অদ্ভুত শোনালেও এমনই হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন অনেকেই। কিন্তু দিবালার সঙ্গে ঘটছে অদ্ভুত এই ঘটনা।
বারবার সুস্থ হয়ে উঠেও প্রাণঘাতী এই ভাইরাস থেকে রেহাই মিলছে না দিবালার। আর্জন্টাইন এই তারকা ফুটবলারের বান্ধবী ওরিয়ানা সাবাতিনির ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। অবশ্য সাবাতিনি এতবার আক্রান্ত হননি। দুইবার করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।
বিশ্বের অনেক সংবাদমাধ্যমই দিবালার চতুর্থবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে। তবে এই খবরটি প্রথম দেয় স্পেনের টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতো।
গত মাসে করোনায় আক্রান্ত হন দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি। অনেক গুঞ্জনের পর ২১ মার্চ দিবালা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘোষণা দেন, তিনি এবং তার বন্ধবী করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত হওয়ার ঘোষণায় দিবালা জানিয়েছিলেন, আক্রান্ত হলেও তাদের দুজনের শারীরিক অবস্থা ভালো। ধারণা করা হচ্ছিল ১৫-২০ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তারা। কিন্তু কিছুদিন পর দিবালার বান্ধবী ঘোষণা দেন, দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তারা।
সেই সংখ্যাটা এখন চতুর্থ। স্বভাবতই আর সবার চেয়ে বেশি লড়াই করতে হচ্ছে দিবালাকে। বারবার আক্রান্ত হওয়ায় আর্জন্টাইন ফরোয়ার্ডকে অন্যান্যদের চেয়ে বেশি সতর্কতাও অবলম্বন করতে হচ্ছে।
জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হন দিবালা। প্রথম ফুটবলার হিসেবে গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হন জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েলে রুগানি। এরপর আক্রান্ত হন মিডফিল্ডার ব্লেইজ মাতুইদিও। তৃতীয় হিসেবে তালিকায় যুক্ত হয় দিবালার নাম। রুগানি করোনায় আক্রান্ত হওয়ার পর তুরিনে হোম কোয়ারেন্টিনে চলে যান দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা।