জাতীয় দলের ওপেনার সাইফ হাসান করোনায় আক্রান্ত
শ্রীলঙ্কা সফরের আগে তিন দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করার কথা থাকলেও একটি পরীক্ষা বাড়ানো হয়েছে। ৬ সেপ্টেম্বর ১৭ জন ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এদের মধ্যে একজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত।
করোনায় আক্রান্ত হওয়া ক্রিকেটার হলেন ওপেনার সাইফ হাসান। এ ছাড়া করোনা পজিটিভ হয়েছেন জাতীয় দলের ট্রেনার নিক লি। মঙ্গলবার বিসিবির একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিও। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা কাল থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবেন।
আক্রান্ত হওয়ায় সাইফ ও নিক লিকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিকেল টিম। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এর আগেও করোনা পজিটিভ হয়েছেন ইংলিশ এই ট্রেনার। দুইবাইতে থাকা অবস্থায় ১৪ আগস্ট লি জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। ১০ দিনের আইসোলেশন শেষে ২৩ আগস্ট তিনি করোনা নেগেটিভ হন।
আবারও করোনা পজিটিভ হওয়ায় বিষয়টি ভাবাচ্ছে বিসিবিকে। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'আমাদের বিশেষজ্ঞরা লি'র বিষয়টি আরও গভীরভাবে যাচাই করছেন এটি নিশ্চিত হওয়ার জন্য যে তিনি নতুন করে আক্রান্ত হয়েছেন নাকি আগের সংক্রমণই তার মধ্যে রয়ে গেছে। এরপর তার জন্য পরবর্তী পরিকল্পনা ঠিক করা হবে।'
দুই-এক দিনের মধ্যে জাতীয় দল ও এইচপি দল ঘোষণা করা হবে। এসব ক্রিকেটারের দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হবে ১৮ সেপ্টেম্বর। পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে তোলা হবে।
২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীয় অনুশীলন। মিরপুর স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলনের পর ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে জাতীয় দল ও হাই পারফরম্যান্স দল। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম দুটি টেস্ট ক্যান্ডিতে এবং শেষ টেস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে। এর আগে হাই পারফরম্যান্স দলের বিপক্ষে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।
একক অনুশীলনে কাজ করা কয়েকজন সাপোর্ট স্টাফের শরীরে এরআগে করোনার লক্ষণ দেখা দেয়। এদের মধ্যে বাংলাদেশি ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী করোনায় আক্রান্ত। এ কারণে সবার নিরাপত্তার কথা চিন্তা করে একক অনুশীলন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি। আগামীকাল, ৯ সেপ্টেম্বর থেকে আবারও একক অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।