জানা গেল রোনালদোর বেতনও, কতটা এগিয়ে মেসি
লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর গুঞ্জন ওঠে জুভেন্টাস ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে দলে ভেড়ানোর দৌড়ে শোনা যায় পিএসজি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির নাম। শুরুতে মনে হয়েছিল সিটিতেই নতুন ঠিকানা গাড়তে যাচ্ছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। কিন্তু জুভেন্টাস ছেড়ে চিরচেনা ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান রোনালদো।
স্পোর্টিং লিজবন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। তার সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের শুরু ম্যান ইউতেই। তারকা হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে রোনালদো হয়ে ওঠেন মহাতারকা। ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই ম্যান ইউতেই ফিরেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
ম্যান সিটির লোভনীয় প্রস্তাব ছিল রোনালদোর জন্য। কিন্তু দ্বিতীয় ঘর ম্যান ইউকে বেছে নিয়েছেন রোনালদো। ম্যান ইউর সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তির পর থেকেই তার পারিশ্রমিক নিয়ে আলোচনা। ১২ বছর পর রেড ডেভিলদের শিবিরে ফিরে কতো বেতন পাবেন রোনালদো, তা নিয়ে ফুটবল ভক্তদের আগ্রহের শেষ ছিল না। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের অনলাইন সংস্করণ তাদের প্রতিবেদনে রোনালদোর বেতনের বিষয়টি তুলে এনেছে।
রোনালদো ম্যান ইউতে নাম লেখানোর পরপরই জানা গিয়েছিল সপ্তাহে ৪ লাখ ৮০ হাজার পাউন্ড বেতন পাবেন রোনালদো। তবে মেইল অনলাইন তাদের খবরে বলছে, ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড (প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা) পাবেন। ম্যান ইউর সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় এখন রোনালদোই।
সপ্তাহে ৩ লাখ ৮৫ হাজার পাউন্ডের হিসেবে বছরে ২ কোটি ২০ হাজার পাউন্ড (প্রায় ২৩৪ কোটি ৭৪ লাখ টাকা) পারিশ্রমিক পাবেন রোনালদো। জুভেন্টাসে এর চেয়ে বেশি বেতন পেতেন পর্তুগিজ ফরোয়ার্ড। ইতালিয়ান ক্লাবে রোনালদোর বাৎসরিক বেতন ছিল ২ কোটি ৬০ লাখ পাউন্ড। জুভেন্টাসের চেয়ে ৬০ লাখ পাউন্ড কম বেতন নিয়ে ওল্ড ট্রাফোর্ডে ফিরেছেন রোনালদো।
শনিবারই জানা গেছে পিএসজিতে লিওনেল মেসির বেতন। ফরাসি সংবাদমাধ্যম লে'কিপ জানিয়েছে, আর্জেন্টাইন ফরোয়ার্ড যদি পিএসজির সঙ্গে করা চুক্তির মেয়াদের তিন বছর পূর্ণ করেন, তাহলে তিনি ১১০ মিলিয়ন ইউরো পাবেন (১১০০ কোটি টাকা)।
যদিও পিএসজির সঙ্গে তিন বছরের নয়, দুই বছরের চুক্তি হয়েছে মেসির। তৃতীয় বছরের চুক্তির সুযোগও রাখা হয়েছে। দুই পক্ষের সম্মতির ভিত্তিতে আরেক বছরের চুক্তি হতে পারে। প্রাথমিক চুক্তি অনুযায়ী প্রথম মৌসুমে পিএসজি থেকে ৩ কোটি ইউরো (প্রায় ৩০০ কোটি ১৮ লাখ টাকা) পাবেন মেসি।
প্রথম মৌসুমে ৩ কোটি ইউরো পেলেও পরের মৌসুমে সেটা হবে ৪ কোটি ইউরো (৪০০ কোটি ২৮ লাখ টাকা)। তৃতীয় বছরের চুক্তি হলে ওই মৌসুমেও পিএসজি থেকে তার আয় হবে ৪ কোটি ইউরো। এর মধ্যে যুক্ত থাকবে আনুগত্য বোনাসের ১ কোটি ইউরো। সেই হিসেবে রোনালদোর চেয়ে বেতনে এখন বেশ এগিয়ে লিওনেল মেসি। প্রথম মৌসুমেই রোনালদোর চেয়ে প্রায় ১ কোটি ইউরো বেশ বেতন পাবেন তিনি। পরের দুই মৌসুমে যা আরও বাড়বে।