জুভেন্টাস চ্যাম্পিয়ন
সাম্পদোরিয়ার বিপক্ষে জিতলেই শিরোপা। এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছিল জুভেন্টাস। এমন ম্যাচে শুরুটা ভালো ছিল না তাদের। কিন্ত ম্যাচে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ খুঁজে নেয় ইতালিয়ান জায়ান্টরা। শেষ পর্যন্ত সাম্পদোরিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে সিরি এ'র রেকর্ড টানা নবম শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস।
অবশ্য কেবল সিরি এ'তেই নয়, শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে টানা ৯টি শিরোপা জেতার রেকর্ড আর কোনো দলের নেই। রোববার রাতে সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেই রেকর্ড গড়ল তুরিনের দলটি। ২০১১-১২ মৌসুম থেকে টানা লিগ শিরোপা জিতে চলেছে জুভেন্টাস।
৩৬ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লো জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা ছুঁতে অপেক্ষা করতে হয়নি তাদের। সমান ম্যাচে ইন্টারের পয়েন্ট ৭৬।
শিরোপা নিশ্চিতের ম্যাচে জুভেন্টাসের হয় গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ফ্রেডেরিকো বের্নাদেস্কি। অবশ্য ম্যাচ শেষে শিরোপা উৎসবে মাতলেও হতাশ হতে হয়েছে চলতি মৌসুমে ৩১ গোল করা রোনালদোকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেন জুভেন্টাসের পর্তুগিজ এই তারকা ফুটবলার।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় জুভেন্টাস। ফ্রি কিক হলেও শট না নিয়ে মিরালেম পিয়ানিচ বল বাড়ান রোনালদোকে। বল পেয়ে দারুণ এক শটে গোল আদায় করে নেন রোনালদো। দ্বিতীয় গোলের জন্য জুভেন্টাসকে অপেক্ষা করতে হয় অনেকটা সময়।
ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করে সিরি এ' চ্যাম্পিয়নরা। এ সময় রোনালদোর নেওয়া শট ফিরিয়ে দেন সাম্পদোরিয়ার গোলরক্ষক। কিন্তু দলকে পুরোপুরি রক্ষা করতে পারেননি তিনি। ফিরে আসা বলে শট নিয়ে ব্যবধান বাড়ান ফ্রেডেরিকো বের্নাদেস্কি। আরও বড় ব্যবধানে জিততে পারতো জুভরা। কিন্তু রোনালদোর পেনাল্টি মিস ছাড়া গোল মিস করেছেন গঞ্জালো হিগুয়েনও। যে কারণে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।