টস জিতে ফিল্ডিংয়ে মাহমুদউল্লাহর দল
বিসিবি প্রেসিডেন্টস কাপে মঙ্গলবার মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও তামিম একাদশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ। বেলা দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি।
৫০ ওভারের এই টুর্নামেন্টে তামিম একাদশের এটা প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল মাহমুদউল্লাহর দল। ৪ উইকেটের হারে শুরু হয়েছে তাদের।
বিশ্বজয়ী যুব দলের তিনজন ক্রিকেটার নিয়ে সাজানো হয়েছে তামিম একাদশ। তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু ও শরিফুল ইসলাম আছেন একাদশে।
মাহমুদউল্লাহ একাদশে দুটি পরিবর্তন এসেছে। রাকিবুল হাসান ও আবু হায়দার রনির জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সুমন খান। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া এবাদত হোসেন আছেন সুপার সাব হিসেবে।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং মিনহাজুল আবেদীন আফ্রিদি।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন ও এবাদত হোসেন (সুপার সাব)।