টস হেরে ব্যাটিংয়ে শান্তরা
বিসিবি প্রেসিডেন্টস কাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ-নাজমুল একাদশ। টস জিতে নাজমুল একাদশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
দ্বিতীয় লিগের খেলা শুরু হলো শনিবার থেকে। এই পর্বে প্রতিটি দল আরও একবার একে অপরের বিপক্ষে লড়বে। প্রথম লিগে তিনটি দলই একটি করে ম্যাচ জিতেছে। আজকের ম্যাচ হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে। তবে কঠিন হয়ে যাবে রাস্তাটা।
মাহমুদউল্লাহ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। একাদশে নেই আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব ও নাঈম শেখ। সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য মাহমুদুল হাসান জয়।
নাজমুল একাদশেও পরিবর্তন এসেছে। একাদশে জায়গা পেরেছেন পারভেজ হোসেন ইমন, আবু জায়েদ রাহি ও নাসুম আহমেদ। বাদ পড়েছেন সাইফ হাসান, মকিদুল ইসলাম মুগ্ধ ও নাঈম হাসান।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সুমন খান, রুবেল হোসেন, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান ও এবাদত হোসেন (সুপার সাব)
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, নাসুম আহমেদ ও রিশাদ আহমেদ।