টাইব্রেকার রোমাঞ্চ জিতে অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল
আক্রমণ পাল্টা আক্রমণ, লড়াই হলো সমানে সমান। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা মিললো না। অতিরিক্ত ৩০ মিনিটেও জালের ঠিকানা খুঁজে পায়নি ব্রাজিল-মেক্সিকোর কেউ-ই। অবশেষে টাইব্রেকার রোমাঞ্চ। যেখানে হতাশায় ডুবতে হয়েছে মেক্সিকোকে। রোমাঞ্চকর লড়াই জিতে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠে গেছে ব্রাজিল।
বুধবার কাশিমা সকার স্টেডিয়ামে ধুন্ধুমার সেমি-ফাইনালে টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়েছে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠলো তারা। পেনাল্টি শুট আউটে ব্রাজিল তাদের নেওয়া চারটি শটের সবকটিতেই গোল করে। মেক্সিকো প্রথম দুটি শট মিস করার পর তৃতীয় শটে একমাত্র গোলটি করে।
ম্যাচের দশম মিনিটে দারুণ সুযোগ তৈরি করে ব্রাজিল, এগিয়েও যেতে পারতো তারা। কিন্তু ডি-বক্সের বাঁ দিক থেকে নেওয়া গিলেরমো আরানার শট ফিরিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক গিলেরমো ওচোয়া।
২৮তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। মেক্সিকোর ডি-বক্সে তাদের রক্ষণভাগের খেলোয়াড়ের বাধায় দগলাস লুইস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান রেফারি।
বিরতির আগ মুহূর্তে দারুণ সুযোগ পায় মেক্সিকো। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি উরিয়েল আন্তুনা। তার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ডিফেন্ডার দিয়েগো কার্লোস প্রতিহত করেন।
৮২তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠানোর সুযোগ পান গ্রুপ পর্বে পাঁচ গোল করা রিশার্লিসন। কিন্তু তার হেড পোস্টের ভেতরের দিকে লেগেও জালে জড়ায়নি। এরপর নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও দুই দলের কেউ-ই গোল আদায় করে নিতে পারেনি।
টাইব্রেকারে গিয়ে প্রতিশোধটা নিয়ে নেয় ব্রাজিল। ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইনালে এই মেক্সিকোর বিপক্ষে হেরেই প্রথম স্বর্ণ জয়ের স্বপ্ন ভাঙে তাদের। এবার রোমাঞ্চকর লড়াই জিতে মেক্সিকোকে যেন সেই হারের কথাই মনে করিয়ে দিল ব্রাজিল।