টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতলো ব্রাজিল
ম্যালকমের অতিরিক্ত সময়ের গোলে স্পেনকে হারিয়ে টোকিও অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জিতে নিয়েছে ব্রাজিল। টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জয়ের পথে শনিবারের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারায় সেলেসাওরা।
ম্যাচের ৪২তম মিনিটে ভিএআরের রায়ে ব্রাজিল একটি পেনাল্টি পেলেও রিচার্লিসন সেটি মিস করেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দানি আলভেজের ক্রস থেকে বল পেয়ে ম্যাথুস কুনহার করা গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে সমতা ফেরান স্প্যানিশ উইঙ্গার মিকেল ওয়াজাবাল।
স্পেন পরবর্তীতে দুইবার এগিয়ে যাওয়াার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। মিড ফিল্ডার সোলার ও উইঙ্গার ব্রায়ান গিলের করা শট বারে লেগে ফিরে আসে। নির্ধারিত সময়ে কোনো দল আর গোলের দেখা না পেলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ম্যাচের ১০৮ মিনিটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার ম্যালকম।
দ্বিতীয় দেশ হিসেবে অলিম্পিকে টানা দুইবার স্বর্ণ জিতলো ব্রাজিল। এর আগে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদক ঘরে তুলেছিল আর্জেন্টিনা।
রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত গত অলিম্পিকেই প্রথমবারের মতো ফুটবলে স্বর্ণপদক জেতে ব্রাজিল। সেবার ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেইমারের ব্রাজিল।