টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন, নেই মুশফিক-লিটন-সৌম্য
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে বেশ কদিন হলো। বিশ্রাম শেষে শুরু হয়েছে অনুশীলনও। লক্ষ্য এবার ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ভালো কিছু করা। বিশ্বকাপে ভরাডুবির পর দলে বড় পরিবর্তনের আভাস দেওয়া হয়েছিল, হলোও তেমনই।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের একাডেমি ভবনের সামনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার সঙ্গে ছিলেন বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।
এই দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বাদ পড়েছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার। এই তিনজনসহ বিশ্বকাপ দলের মোট ছয় ক্রিকেটার নেই এই দলে। সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরির কারণে খেলতে পারছেন না। শেষ সময়ে বিশ্বকাপের মূল স্কোয়াডে যুক্ত করা রুবেল হোসেনকে বিবেচনা করা হয়নি এই সিরিজে।
লিটন, সৌম্যরা বাদ পড়লেও মুশফিককে বিশ্রাম দেওয়া হয়েছে। তার আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক মিলেছে চার ক্রিকেটারের। তারা হলেন সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শহিদুল ইসলাম ও আকবর আলী। পরিবর্তনের আলোচনা থাকলেও অধিনায়কত্বে মাহমুদউল্লাহ রিয়াদকেই রাখা হয়েছে।
বিশ্রামের কথা জানানো হলেও বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে মুশফিকের বাদ পড়ার গুঞ্জন ছিল। ৮ ম্যাচে ২০.৫৭ গড়ে মাত্র ১৪৪ করেন দলের সিনিয়র এই ব্যাটসম্যান। লিটন ও সৌম্যও নিজেদের ছায়া হয়ে ছিলেন। ৮ ম্যাচে লিটনের রান ১৩৩, চার ম্যাচে সৌম্যর রান ২৭। নিয়মিত সুযোগ পেয়েও কিছু করতে না পারায় এই দুজনের ওপর আর আস্থা রাখেনি টিম ম্যানেজমেন্ট।
ইনজুরিতে থাকায় তিনজন ক্রিকেটারকে বিবেচনা করা হয়নি। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপ থেকেই হ্যামস্ট্রিং চোটে আছেন সাকিব। পিঠের চোটের কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয় সাইফউদ্দিনকে। এ ছাড়া আঙুলে নতুন করে চিড় ধরা পড়ায় পুরো পাকিস্তান সিরিজেই খেলা হবে না তামিমের।
এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী।