টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও পুরনো জায়গা ফিরে পেলেন সাকিব
যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু হলো সাকিব আল হাসানের। নিষিদ্ধ হওয়ার আগে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দুই নম্বরে ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েই পুরনো জায়গা ফিরে পেলেন সাকিব। শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।
পাকিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষে সংক্ষিপ্ত এই ফরম্যাটের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। বুধবার প্রকাশ করা এই র্যাঙ্কিংয়ে ২৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সাকিব। শীর্ষে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির পয়েন্ট ২৯৪। দুই নম্বর থেকে তিনে গেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যক্সওয়েল, তার পয়েন্ট ২২০।
টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও হারানো জায়গা ফিরে পেয়েছেন সাকিব। গত বুধবার ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। প্রথম হালনাগাদেই সাকিব ফিরে পান হারানো সিংহাসন। এবার টি-টোয়েন্টিতেও আগের অবস্থানে ফিরলেন তারকা এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টির ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৪৯ নম্বরে। ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশ থেকে সবার ওপরে লিটন কুমার দাস। ডানহাতি এই ব্যাটসম্যান আছেন ২১ নম্বরে। এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের দাভিড মালান।
বোলারদের র্যাঙ্কিংয়েও বাংলাদেশ থেকে সবচেয়ে এগিয়ে সাকিব। ২০ নম্বরে আছেন বাঁহাতি এই স্পিনার। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অবস্থান ৩১ নম্বরে। এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান।
জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আইসিসির র্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার এক বছর বা এরচেয়ে বেশি সময়ের জন্য নিষিদ্ধ হলে তার নাম র্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়। নিষিদ্ধ হওয়ায় তিন ফরম্যাটের র্যাঙ্কিং থেকেই সাকিবের নাম বাদ দেওয়া হয়েছিল।