টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয় নম্বরে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয় বাংলাদেশের। ১০ নম্বর থেকে সাতে উঠে আসে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে আরও উন্নতি হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে গেছে বাংলাদেশ।
কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ। দুইদিনের ব্যবধানে আরেক ধাপ এগিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেললো তারা। তবে র্যাঙ্কিংয়ের এই উন্নতি আইসিসির রেকর্ডে থাকবে না। প্রতি বুধবারে করা হালনাগাদের র্যাঙ্কিং রেকর্ডে থাকবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতার পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি। তবে বেড়েছিল রেটিং পয়েন্ট। এ কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিটি জয়ে র্যাঙ্কিংয়ে প্রভাব পড়ছে।
২৩ ম্যাচে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে সুযোগ এসেছে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলার। ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে আছে প্রোটিয়ারা।
কিউইদের বিপক্ষে ৫-০ ব্যবধানে জিততে পারলে পাঁচ নম্বরে উঠে যাবে বাংলাদেশ। সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪৮। তবে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ ছয়ে থাকবে, রেটিং পয়েন্ট হবে ২৪১।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি সহজ হয়নি। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪১ রান তোলে ঘরের মাঠের দলটি। জবাবে অধিনায়ক টম ল্যাথামের অপরাজিত ৬৫ রানের সুবাদে ৫ উইকেটে ১৩৭ রান তোলে কিউইরা।