টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতল চীন
অলিম্পিক গেমসে সব সময়ই দাপট থাকে চীনের। প্রায় সব ইভেন্টেই পদক থাকে দেশটির। টোকিও অলিম্পিকেও দাপুটে শুরু হলো তাদের। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় ইভেন্টের প্রথম স্বর্ণপদক জিতেছে চীন। রেকর্ড গড়ে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন শুটার ইয়াং কিয়ান।
আসাকা শুটিং রেঞ্জে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫১.৮ স্কোর গড়ে স্বর্ণ জেতেন ২১ বছর বয়সী শুটার ইয়াং। কেবল স্বর্ণ জয়ই নয়, অলিম্পিকে একটি রেকর্ডও গড়েছেন তিনি।
এই ইভেন্টে রৌপ্য পদক জেতেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা। ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন।
পয়েন্টে অলিম্পিক রেকর্ড গড়েন ইয়াং কিয়ান। তার পয়েন্ট ২৫১.৮, যা অলিম্পিকের ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড। রৌপ্যজয়ী আনাস্তাসিয়া গালাশিনা তোলেন ২৫১.১ পয়েন্ট।
ফাইনালে আনাস্তাসিয়ার সঙ্গে তুমুল লড়াই হয় ইয়াংয়ের। রুদ্ধশ্বাস ফাইনালের শেষ শটে ৯.৮ স্কোর তোলেন চীনের এই শুটার। গালাশিনা স্কোর ছিল ৮.৯।
স্বর্ণ জয়ের পর ইয়াং বলেন, 'ভেতরে ভেতরে আমাকে শান্ত মনে হলেও আমি ততটা শান্ত নই। প্রতিযোগিতায় আমি নিজেকে মানসিকভাবে ঠান্ডা রাখার চেষ্টা করেছি। নিজের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি।' স্বর্ণজয়ী ইয়াং বাছাইয়ে ষষ্ঠ হয়েছিলেন।