ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের বাকি দেড় মাসেরও বেশি। কিন্তু পরিস্থিতি বিবেচনায় বসে থাকার সুযোগ নেই। যেখানে দল পাঠাবে, সেখানকার অবস্থায় আগেভাগেই নজর রাখতে চায় তারা। বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে দুই সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। শনিবার সকালে তারা ঢাকা পৌঁছেছেন।
নিরাপত্তা পর্যবেক্ষক দলের সদস্য দুজন হলেন ড. আকশাই মানসিং এবং পল স্লোওয়ে। আকসাই মানসিং আইসিসি এবং ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল দলের সদস্য। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালকও তিনি। পল স্লোওয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। আইসিসির ভবিষ্যত সূচি পরিকল্পনা অনুযায়ী তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে সিরিজেও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি।
বাংলাদেশের করোনা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মাঠের পারফরম্যান্স নিয়েও আগে থেকেই সতর্ক ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের বাংলাদেশ কতোটা লড়াকু, তা ভালো করেই জানা তাদের। এ কারণে বাংলাদেশ সফরে সেরা দল পাঠানো হবে বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট।
তিনি বলেছেন, 'আমি আশ্বস্ত করতে চাই যে, যারা খেলার অবস্থায় থাকবে তাদের মধ্য থেকে সেরা দলই পাঠানো হবে। আমরা বাংলাদেশসহ যেকোনো সফরে সেরা দল পাঠাব। পরিবেশ আমাদের থেকে একেবারে আলাদা হওয়ায় বাংলাদেশ সফর সব সময়ই চ্যালেঞ্জিং। তবে আমরা সব সময়ই বাংলাদেশে ভালো করেছি। আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের বিপক্ষে খেলা উপভোগ করে।'
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান সুখস্মৃতির কথা মনে করলেও সর্বশেষ সফরে বাংলাদেশের বিপক্ষে মোটেও ভালো পারফর্ম করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও হারে সফরকারীরা। শুধু টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জেতে তারা।