ঢাকায় জিম্বাবুয়ে দল, টেস্ট শুরু ২২ ফেব্রুয়ারি
বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ঢাকা এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এমিরটেসের একটি ফ্লাইটে শনিবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে দল। বরাবরের মতো এবারও হোটেল সোনারগাঁওয়ে থাকবে দলটি।
আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। এর আগে বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি একাদশের বিপক্ষে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
একমাত্র টেস্টের পর তিন দিনের বিরতি পাবে দুই দল। এ সময় সিলেট যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ মার্চ। ৩ ও ৬ মার্চ পরের দুটি ওয়ানডে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মাঝে থাকবে দুই দিনের বিরতি।
৭ মার্চ আবার ঢাকা ফিরবে দুই দল। মিরপুরে শেরেবাংলায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। প্রথম ম্যাচটি ৯ মার্চ এবং দ্বিতীয়টি ১১ মার্চ।
গত বছর বাংলাদেশ অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হোটেল ভাড়া নিয়ে বিপাকে পড়ে যাওয়া জিম্বাবুয়ে দল ১২ মার্চ দেশের উদ্দেশে রওনা হবে।
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ টেস্ট দল। আগামীকাল রোববার দল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।