তামিমের সামনে সুখের ও অস্বস্তির রেকর্ড
বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি। তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। সেঞ্চুরিতেও সবার চেয়ে এগিয়ে বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার। আরও কিছু রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে। হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে কয়েকটি রেকর্ড স্পর্শও করে ফেলবেন তিনি। তবে এর মাঝে একটি অস্বস্তির রেকর্ডও অপেক্ষা করছে তার জন্য।
তিন ফরম্যাট মিলিয়ে তামিম ১২ হাজার ৯৭৩ রান করেছেন। আর ২৭ রান করতে পারলেই বাংলাদেশের প্রথম ও ক্রিকেট ইতিহাসের ৫০তম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন তিনি। তবে বাংলাদেশের হয়ে ১৩ হাজার রান পূর্ণ করতে তামিমের প্রয়োজন ৮৪ রান (দেশের হয়ে তামিমের রান ১২ হাজার ৯১৬)। এশিয়া একাদশের হয়ে তামিমের করা ৫৭ রানও আছে তার মোট রানের মধ্যে।
আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে বাঁহাতি এই ওপেনারকে। এই রেকর্ডটি গড়তে তামিমের দরকার মাত্র ২ রান। ২ রান করতে পারলে দেশের মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন তিনি, ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানকে। ঘরের মাটিতে টেস্টে সর্বোচ্চ ২ হাজার ৪৭৭ রান করেছেন সাকিব। এরপরই তামিম, তার রান ২ হাজার ৪৭৬।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আরও কয়েকটি রেকর্ডে নিজের নাম বসানোর সুযোগ আছে তামিমের সামনে। আরও একটি রেকর্ডে তার সামনে দাঁড়িয়ে সাকিব। মিরপুরে তিন ফরম্যাট মিলিয়ে সাকিব রান করেছেন ৪ হাজার ১৩৩। দুই ইনিংস দিয়ে সাকিবের এই রেকর্ড ছাড়াতে তামিমের দরকার আর ১১১ রান। মিরপুরে তিন ফরম্যাট মিলিয়ে ৪ হাজার ২৩ রান করেছেন তামিম।
আরেকটি রেকর্ডে সাকিবকে পেছনে ফেলতে বড় ইনিংস খেলতে হবে তামিমকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে মিরপুরে সর্বোচ্চ ১ হাজার ৩১৩ রান করেছেন সাকিব। এই রেকর্ডে সাকিবকে পেছনে ফেলতে তামিমের দরকার ১৮৯ রান (মিরপুরে তামিমের রান ১ হাজার ১২৫)।
এত রেকর্ড গড়ার হাতছানির মাঝে অস্বস্তির একটি রেকর্ডে নাম উঠে যাওয়ার শঙ্কা আছে তামিমের। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার অস্বস্তির রেকর্ডের খুব কাছে তিনি। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ৩৩ বার শূন্য রানে আউট হয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপরই তামিম, ৩২ বার শূন্য রানে আউট হয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যান।
ইংল্যান্ড বিশ্বকাপে রানের দেখা পাননি তামিম। শ্রীলঙ্কা সফরেও হাসেনি ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করা বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাট। ব্যর্থতা কাটিয়ে উঠতে লম্বা সময়ের জন্য ছুটিতে ছিলেন তিনি।
পাকিস্তান সফর দিয়ে জাতীয় দলে ফেরা তামিম টি-টোয়েন্টি সিরিজে রানের দেখা পান। ৩৯ ও ৬৫ রানের দুটি ইনিংস খেলেন বাংলাদেশ ওপেনার। কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টে আবারও ব্যর্থ তিনি। প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৩৪ রান আসে তার ব্যাট থেকে। তাই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সেরা ছন্দে ফিরতে মরিয়া বাংলাদেশের সেরা এই ব্যাটসম্যান।