তামিম-লিটনের ব্যাটে ভাঙল ২১ বছরের রেকর্ড
রানের ফোয়ারা বইছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে থেকেই ব্যাট হাতে রাজত্ব চালিয়ে আসছেন তামিম, লিটন, মিঠুন, মাহমুদউল্লাহরা। প্রথম দুই ওয়ানডেতেই তিনশোর বেশি সংগ্রহ গড়ে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতেও একই পথে আছে বাংলাদেশ।
দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস আজ দারুণ ব্যাটিং করছেন। উদ্বোধনী জুটিতে ৪০.৫ ওভারে ২৯২ রান তোলেন তারা। এরপর সাজঘরে ফেরেন ১৭৬ রান করা লিটন। এই জুটি গড়ার পথে রেকর্ড গড়ে ফেলেছেন বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান। ওয়ানডেতে এটাই উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান।
চোখ ধাঁধানো ব্যাটিংয়ে ২১ বছরের পুরনো রেকর্ড ছাড়িয়ে গেছেন তামিম-লিটন। ১৯৯৯ সালে ঢাকায় মেরিল ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টে এই জিম্বাবুয়ের বিপক্ষেই উদ্বোধনী জুটিতে ১৭০ রান যোগ করেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপি। এটাই এতদিন বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি ছিল।
ওই ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান মেহরাব হোসেন অপি। ২৫৭ রান করে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে হারার ম্যাচটিতে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ খেলেন ৬৮ রানের ইনিংস।
অগ্রজদের বহু পুরনো রেকর্ড ভাঙার দিনে তামিম-লিটন রীতিমতো শাসন করে চলেছেন। ১১৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আগের ম্যাচে সেঞ্চুরি করা তামিমও পেয়েছেন শতকের দেখা।