তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাতে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটের বড় জয় তুলে নেওয়ার পর আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে বাংলাদেশ।
গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কিউইদেরকে তাদের ইতিহাসের সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর, ৬০ রানে অল আউট করে টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের বিপক্ষে পাওয়া প্রথম জয়টিকে স্মরণীয় করে রেখেছে টাইগাররা।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতিতে অনুঘটক হিসেবে কাজ করেছে এই জয়। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৪-১ ব্যবধানের সিরিজ জয়ের পরও ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ।
গতকাল আপডেট হওয়া আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী, ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ (২৩৪ পয়েন্ট), শ্রীলঙ্কা (২৩৫ পয়েন্ট) এবং আফগানিস্তানের (২৩৬ পয়েন্ট) উপরে অবস্থান করছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শেষে ছয়ে থাকা অস্ট্রেলিয়া (২৪০ পয়েন্ট) এবং পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকাকেও (২৪৬ পয়েন্ট) টপকে যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
কিউইদের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে ২৪৮ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে সরাসরি পাঁচে উঠে যাবে টাইগাররা। এমনকি ৪-১ ব্যবধানে জিতলেও দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে পঞ্চম স্থানটি দখল করে নেওয়ার সম্ভাবনা থাকছে মাহমুদুল্লাহদের।
মিরপুরের পিচে অস্ট্রেলিয়ানদের পর কিউইদেরও ছন্নছাড়া অবস্থা সেই সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে।