দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশের মেয়েদের সিরিজ জয়
সহজ জয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে দেখা যায় বাংলাদেশ নারী ইমার্জিং দলের দাপট, হেসেখেলেই জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখলো বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে হারিয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জিতে নিলো নিগার সুলতানার দল।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া নারীদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে বল হাতে দাপট দেখান নাহিদা আক্তার, ম্যাচ সেরা রাবেয়া খান, রিতু মনিরা। পরে ব্যাট হাতে পথ দেখিয়ে দরকে জয়ের বন্দরে নিয়ে যান মুর্শিদা খাতুন, ফারজানা পিন্তিরা।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। আগের দুই ম্যাচে লড়াই করলেও এই ম্যাচে দাঁড়াতেই পারেনি তারা। নাহিদা, রাবেয়া, রিতু মনিদের দারুণ বোলিংয়ে ৩৩.৩ ওভারে ৯২ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
ছোট এই লক্ষ্য পাড়ি দিতে নেমে শুরুতেই উইকেট হারালেও বাংলাদেশ ইমার্জিং দলের খুব একটা বেগ পেতে হয়নি। ওপেনার মুর্শিদার ৪৬ রানের পর ছোট ছোট ইনিংস খেলেন নিগার সুলতানা, ফারজানা পিন্তিরা। জয় তুলে নেওয়ার কাজটি করেন রুমানা আহমেদ ও লতা মন্ডল।
ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের মেয়েরা ভালো শুরু করতে পারেনি। দলীয় ৫ রানেই ফেরেন শামীমা সুলতানা। অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলা মুর্শিদা।
নিগার ১৩ রান করে আউট হন। এরপর ১৬ রান করেন ফারজানা পিন্তি। জয়ের খুব কাছে গিয়ে আউট হন মুর্শিদা। ৯৯ বলে ৭টি চারে ৪৬ রানের ইনিংসটি সাজান তিনি। দুই অপরাজিত ব্যাটার রুমানা ২ ও লতা ৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার জেন উইনস্টার, অ্যান্ড্রিউস, সানগাসে ও ফিগুএইরেডো একটি করে উইকেট নেন।
এরআগে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ২৫ রানে প্রথম উইকেট হারায়। এরপর শুরু হয় তাদের নিয়মিত উইকেট পতন। দারুণ বোলিংয়ে সফরকারীদের চেপে ধরেন নাহিদা, রাবেয়া, রিতু মনিরা। সর্বোচ্চ ৩০ রান করেন আনেকে বোস। আন্দ্রে স্টেইন ১৯ ও মিকায়েলা অ্যান্ড্রিস ১৮ রান করেন। ১৫ রান খরচায় ৩ উইকেট নেন ম্যাচ সেরা রাবেয়া খান। নাহিদা ও রিতু মনিও ৩টি করে উইকেট নেন।