ধাপে ধাপে এগিয়ে স্বপ্ন ছুঁতে চান ইমন
ছোট্ট চোখে বিরাট স্বপ্ন! যেতে হবে ওই চূড়ায়, পাড়ি দিতে হবে অনেক পথ। যে পথে বাঁক বদল হয়, শেষ হয় জাতীয় দল নামের গন্তব্যে। পারভেজ হোসেন ইমনের গন্তব্যও জাতীয় দল। তবে এই গন্তব্যে পৌঁছাতে তাড়াহুড়ো করতে চান না ইমন। ধাপে ধাপে এগিয়ে স্বপ্নকে ছুঁতে চান বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
অনূর্ধ্ব-১৯ পর্যায় শেষ করে হাই পারফরম্যান্স দলে পা রেখেছেন বাঁহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ইমনের পরের লক্ষ্য 'এ' দলে নিয়মিত হওয়া। এরপর স্বপ্নের জাতীয় দলে সুযোগ করে নিতে চান তরুণ এই ক্রিকেটার।
নাজমুল একাদশের হয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপে দুটি ম্যাচ খেলা ইমন এইচপির ক্যাম্পে নিজেকে উন্নত করার মিশনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন। ২৬ ক্রিকেটারকে নিয়ে গত মাসে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।
প্রধান কোচ টবি র্যাডফোর্ডের তত্ত্বাবধানে চলা ক্যাম্প থেকে অনেক কিছুই শিখছেন ইমন। এসব শিক্ষাকে কাজে লাগিয়ে স্বপ্নের পথে এগিয়ে যেত চান তিনি, 'অনেক ভালো লাগছে, এটা অনেক আলাদা। অনূর্ধ্ব-১৯ থেকে ভিন্ন লাগছে। নতুন কোচ এসেছেন। ব্যাটিংয়ের কিছু কাজ করছেন। ভালো ভালো কৌশল শেখাচ্ছেন, যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। এসব আয়ত্ব করার চেষ্টা করছি।'
অন্যান্যদের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ইমনও। তবে এ পথে তাড়া নেই ১৮ বছর বয়সী এই ক্রিকেটারের। আকবর-শরিফুলদের এই সতীর্থ বলেন, 'অবশ্যই স্বপ্ন আছে জাতীয় দলের খেলার। চেষ্টা করছি ধাপে ধাপে উপরে ওঠার। এইচপিতে খেলব, এরপর 'এ' দল। এরপর ধাপে ধাপে ওঠার চেষ্টা করব।'
যুব বিশ্বকাপ জয়ের স্মৃতি পরম শান্তি দেয় ইমনকে। মনে হলেই তৃপ্তির ঢেকুর তোলেন। তবে দৃষ্টি আর পেছনে নয়, বহুদূরে দৃষ্টি রাখা ইমন পাড়ি দিতে চান অনেক পথ, 'ওটা দারুণ স্মৃতি। ওটা আমাদের অনেক বড় একটি অর্জন ছিল। সেটা শেষ, এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি।'
ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং নিয়ে নিয়ে কাজ করছেন ইমন। ফিল্ডিংও ভালো হচ্ছে জানিয়ে তরুণ এই ক্রিকেটার বলেন, 'ব্যাটিং নিয়ে অনেক কাজ করছি। কিপিং নিয়ে মোর্তজা স্যারের সঙ্গে কাজ করছি। ফিল্ডিংও ভালো হচ্ছে। নতুন কোচ ওনার সঙ্গে কাজ করছি। ওনার নতুন কৌশল আছে, নেওয়ার চেষ্টা করছি।'