নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই তামিম
১৪ দিনের কোয়ারেন্টিনের পর প্রস্তুতি পর্বও শেষ। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। বাংলাদেশ সময় শনিবার ভোরে ডানেডিনে প্রথম ওয়ানডেতে কিউদের মুখোমুখি হবে বাংলাদেশ। ঊরুর চোটের কারণে এই ম্যাচে অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরচেয়েও বড় খবর, নিউজিল্যান্ডের বিপক্ষে তামিমকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে বাংলাদেশকে।
বিষয়টি তামিম নিজেই জানিয়েছেন। প্রথম ওয়ানডের আগে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে তিনি থাকতে চান না। ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরবেন তামিম।
সফরে যাওয়ার আগেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও নির্বাচকদের বিষয়টি জানিয়েছেন তামিম। অভিজ্ঞ এই ওপেনার বলেন, 'টি-টোয়েন্টি সিরিজে দলের জন্য শুভ কামনা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারব না, ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ ও নির্বাচকদের আমি জানিয়েছে এই কথা। ওয়ানডে খেলে দেশে ফিরে যাব। তবে দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবে বলে আমি আশাবাদী।'
তামিমকে ছাড়া টি-টোয়েন্টি সিরিজে কিছুটা চাপেই থাকতে হবে বাংলাদেশকে। কারণ তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। পুরো সিরিজই বাঁহাতি এই অলরাউন্ডারকে ছাড়া খেলতে হবে বাংলাদেশকে। এবার অভিজ্ঞ তামিম ইকবালকেও টি-টোয়েন্টি সিরিজে পাবে না বাংলাদেশ।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ২০ মার্চ ডানেডিনে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। ২৬ মার্চ ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।