নিগার সুলতানার সেঞ্চুরিতে মেয়েদের দাপুটে জয়
সহজ জয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ওয়ানডেতেও চললো নিগার সুলতানা, রিতু মনিদের রাজত্ব। এই ম্যাচে আরও দাপটের সঙ্গে জয় তুলে নিলো বাংলাদেশ ইমার্জিং নারী দল।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রোটিয়া মেয়েদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের দিয়ে সাজানো ইমার্জিং দল। এই ম্যাচে বাংলাদেশকে পথ দেখিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১০১ রানের অসাধারণ ইনিংস খেলা জ্যোতি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
জয় তুলে নিতে খুব লক্ষ্য ছিল না বাংলাদেশের মেয়েদের সামনে। টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তোলে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। জবাবে নিগারের অপরাজিত সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।
জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ইমার্জিং দলের কাছ থেকে এমন প্রত্যাশাই ছিল। সেই প্রত্যাশা ভালোভাবেই পূরণ করে চলেছেন নিগার, সালমা, রুমানারা। যদিও দ্বিতীয় ওয়ানডেতে ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা।
৩৮ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে উদ্ধার করেন নিগার সুলতানা ও ফারজানা হক পিংকি। তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন এ দুজন। এই জুটিতেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ।
৩৭ বলে ১৫ রান করে পিংকি আউট হলেও এক পাশ আগলে রাখেন নিগার। তৃতীয় উইকেটে নিগার-রুমানার অবিচ্ছন্ন ১১৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। নিগার ১৩৫ বলে ১১টি চারে ১০১ রানের হার না মানা ইনিংসটি সাজান। রুমানা ৬৯ বলে ৪ চারে ৪৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাটিং করে ১৯৬ রান তোলে প্রোটিয়া মেয়েরা। সফরকারীদের স্কোর আরও বড় হতে পারতো। কিন্তু সালমার কারণে সেটা হয়নি। এন্ড্রি স্টেইন ছুটছিলেন সেঞ্চুরির দিকে, নিজের দশম ওভারে ৮০ রান করা স্টেইনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করে দক্ষিণ আফ্রিকার মেয়েদের রান তোলার গতি থামিয়ে দেন সালমা।
প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও প্রোটিয়া মেয়েদের শুরুটা ছিল দারুণ। স্টেইন ও রবি সিরলি উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করেন। এরপর স্টেইন ও আনেক বোষ চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এনে দেন। কিন্তু স্টেইন আউট হওয়ার পর ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে খেই হারায় তারা।
প্রোটিয়া ওপেনার স্টেইন ১১৮ বলে সাতটি চারে খেলেন ৮০ রানের ইনিংস। আনেকে বোষ করেন ৪২ রান। তার ৫৮ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। বাংলাদেশের রিতু মনি ও নাহিদা আক্তার নেন তিনটি করে উইকেট। একটি উইকেট পান সালমা।