নিজের ক্যাম্পাসের ২০০ দোকানদারের পাশে মুশফিক
কেবল ক্রিকেট নয়, পড়াশোনাটাও ঠিকমতো চালিয়ে এসেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেছেন।
একই বিশ্ববিদ্যালয়ে এম.ফিল করছেন জাতীয় দলের এই ব্যাটিং কান্ডারি। প্রিয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে মুশফিকের অনেক স্মৃতি। সেখানকার অনেক মানুষের সঙ্গে তার সুসম্পর্ক।
করোনাভাইরাসের কারণে সেই সব মানুষের মধ্যে অনেকেই বিপাকে পড়ে গেছেন। বিশেষ করে তার ক্যাম্পাসের দোকানদাররা অসহায় হয়ে পড়েছেন।
করোনাভাইরাস বিস্তার রোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্যাম্পাসের দোকানদাররা। এই খবর শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুশফিক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০ দোকানদারকে সহায়তা দিচ্ছেন জাতীয় দলের ডানহাতি এই ব্যাটসম্যান। প্রত্যেক দোকানদারকে এক মাসের খাদ্য সহায়তা দিচ্ছেন মুশফিক।
ক্যাম্পাসের দোকানদারদের দুরাবস্থার কথা মুশফিককে জানান ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। এসব দোকানদারদের সাহায্য করার জন্যই মূলত মুশফিককে খবরটি দেন তিনি। শিক্ষকের আহ্বানে সাড়া দিয়ে দোকানদারদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন মুশফিক।
এ বিষয়ে মুশফিক বলেন, 'ক্যাম্পাস বন্ধ থাকায় দোকানদের আয়ও বন্ধ হয়ে গেছে। খুব কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের। এদের মধ্যে অনেকেই আমার পরিচিত। অনেকের দোকানে আমি খেয়েছি। কঠিন এই সময়ে তাদের একটু সাহায্য করতে পারলে সেটা আমার জন্য ভালো লাগার ব্যাপার।'