নিজের বিশেষ দিনে দুস্থ মানুষের পাশে জাহানারা
করোনাভাইরাসের কারণে সবখানে স্থবিরতা নেমে এসেছে, জনজীবন বিপর্যস্ত। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষরা পড়ে গেছেন মহা দুর্যোগে। এসব দুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এবার সেই সব মানুষদের পাশে দাঁড়ালেন জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলম।
১ এপ্রিল ছিল জাহানারার জন্মদিন। এদিন ২৮ বছরে পা দিয়েছেন নারী দলের ডানহাতি এই পেসার। দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই দিনটাকেই যথার্থ মনে হয়েছে জাহানারার কাছে। করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য নিত্য-প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করে নিজ হাতেই সেসব পৌঁছে দিয়েছেন তিনি।
মিরপুরে ৫০টি পরিবারকে সাহায্য করেছেন জাহানারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে জাহানারা নিজেই তার এই উদ্যোগের বিষয়টি জানিয়েছেন।
কয়েকটি ছবি পোস্ট করে জাহানারা লিখেছেন, 'এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে একজন, ৫ জন বা তার অধিক যে যতটুকু পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সঙ্কটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।'
পুরুষ দলের অনেক ক্রিকেটারই দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে গেছেন। এ ছাড়া করোনা মোকাবেলায় আর্থিক সহায়তায় তহবিল গঠন করেছেন ২৭ জন ক্রিকেটার। নিজেদের এক মাসের বেতনের অর্ধেকটা দিয়ে ২৫ লাখ টাকা দান করেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা।