নিলামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুশফিকের ব্যাটের মূল্য
নিজের সবচেয়ে প্রিয় ব্যাট। এই ব্যাটেই রচিত হয়েছে ইতিহাস। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটটিই মানবতার সেবায় উৎসর্গ করেছেন মুশফিকুর রহিম। করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলেছেন বাংলাদেশের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
এরআগে সাকিব আল হাসানের ব্যাটসহ বেশ কয়েকটি নিলাম অনুষ্ঠিত হয়েছে। সবকটি নিলামই অনলাইনে কয়েক ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয়। কিন্তু মুশফিকের ব্যাটের নিলামটি ছয়দিন ধরে চলবে।
ইতোমধ্যে দারুণ সাড়া মিলেছে। ঐতিহাসিক এই ব্যাটটি কেনার জন্য অনেকেই দর হাঁকাচ্ছেন। ৬ লাখ টাকা ভিত্তিমূল্যে নিলামে তোলা ব্যাটটির মূল্য ইতোমধ্যে ১৯ লাখ ৭৬ হাজার টাকায় উঠে গেছে। এখান থেকে পাওয়া পুরো অর্থ করোনাভাইরাস দুর্গতের সাহায্যে খরচ করা হবে। সাকিবের বিশ্বকাপের ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।
আরও কয়েকটি ক্রিকেট সামগ্রী এই নিলামে তোলা হয়েছে। বাংলাদেশের প্রথম শিরোপা জয়ের সিরিজ ফাইনালে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলা ব্যাটটি নিলামে তুলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের বিশ্বজয়ী যুব অধিনায়ক আকবর আলী নিলামে তুলেছেন বিশ্বকাপ ফাইনালে খেলা জার্সি ও ব্যাটিং গ্লাভস।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৮১ রানের ইনিংস খেলা ব্যাটটি নিলামে তুলেছেন বাঁহাতি ব্যাটসম্যান নাঈম শেখ। এ ছাড়া মাশরাফি বিন মুর্তজার স্বাক্ষরিত একটি ক্যাপ ও ২০১১ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তুলেছেন ক্রিকেট স্মারক সংগ্রহে রাখা ক্রিকেটভক্ত মোহাম্মদ জসিম।