নিয়ম না মানলে আসার দরকার নেই, ভারতকে কুইন্সল্যান্ড সরকার
মেলবোর্নে পাঁচ ক্রিকেটারের রেস্তোরাঁয় খাওয়ার ঘটনায় ভালোই বিপদে আছে ভারতীয় দল। রোহিত শর্মা, ঋষভ পন্ত, শুভমান গিল, পৃথ্বী শ ও নবদিপ সাইনি; এই পাঁচ ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার করোনা প্রটোকল ভাঙার অভিযোগও উঠেছে। এমন অবস্থায় কুইন্সল্যান্ড সরকারের হুমকিও শুনতে হচ্ছে ভারত দলকে। নিয়ম না মানলে ব্রিসবেনে গিয়ে ভারতের খেলার দরকার নেই বলে জানিয়েছে কুইন্সল্যান্ড সরকার।
সফরের শুরুতে অস্ট্রেলিয়ায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিন করে ভারত। কোয়ারেন্টিন মেনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে সফরকারীরা। এখন চলছে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনা ভারতকে তৃতীয় টেস্ট সিডনিতে খেলে চতুর্থ টেস্ট খেলার জন্য ব্রিসবেনে যেতে হবে। ব্রিসবেনে খেলতে কুইন্সল্যান্ড সরকারের করোনাভাইরাস প্রটোকল অনুযায়ী আরও একবার কোয়ারেন্টিন করতে হবে ভারতকে।
এ নিয়ে অস্বস্তিতে সফরকারীরা। একই সফরে দুবার কোয়ারেন্টিনে থাকতে নারাজ ভারত। যে কারণে ব্রিসবেনের বদলে চতুর্থ টেস্ট ম্যাচটিও সিডনিতে খেলতে চায় ভারত। বিষয়টি দৃষ্টিগোচর হতে এ নিয়ে কড়া মন্তব্য করেছে কুইন্সল্যান্ড সরকার। অনেকটা বিরক্তির সঙ্গেই কুইন্সল্যান্ড সরকার জানিয়ে দিয়েছে, ভারত দল নিয়ম মানতে না চাইলে ব্রিসবেনে খেলতে যাওয়ার দরকার নেই।
কুইন্সল্যান্ড সরকারের ভাষ্য, ব্রিসেবেনে খেলতে হলে এখানকার সব নিয়ম মেনেই খেলতে হবে। কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী রস বেটস বলেছেন, 'ভারতীয় দল যদি নিয়ম মানতে না চায়, তাহলে তাদের এখানে খেলতে আসার দরকার নেই।' একই ধরনের মন্তব্য করেছেন প্রদেশটির ক্রীড়ামন্ত্রী টিম ম্যান্ডার। তিনি বলেছেন, 'কুইন্সল্যান্ডের কোয়ারেন্টিনের নিয়ম যদি ভারতীয়রা না মানতে চায়, তবে এখানে আসার প্রয়োজন নেই। সবার জন্য আইন একই থাকবে।'
ব্রিসবেনে খেলতে না চাওয়ার যুক্তি হিসেবে ভারতীয় দল বলছে, সফরের শুরুতে ১৪ দিনের কোয়ারেন্টিন করে হাঁপিয়ে উঠেছিলেন ক্রিকেটাররা। এমনিতেও হোটেলে অন্যান্য সময়ের চেয়ে আলাদাভাবে থাকতে হয়। সফরের এই সময়ে আবারও কোয়ারেন্টিন করতে হলে ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়বেন বলে মনে করে ভারতের টিম ম্যানেজমেন্ট। এর প্রভাব মাঠেও পড়বে বলে মনে করে তারা। কিন্তু ভারতের এই যুক্তি মানতে নারাজ কুইন্সল্যান্ড সরকার। তাদের সোজা কথা, ব্রিসবেনে খেলতে হলে নিয়ম মেনেই খেলতে হবে ভারতীয় দলকে।