নেদারল্যান্ডসের জয়ের দিনে ইতালির হোঁচট
প্রত্যাশিত জয়ে উয়েফা নেশন্স লিগের মিশন শুরু করেছে নেদারল্যান্ডস। আসরের দ্বিতীয় দিনে শুক্রবার পোল্যান্ডকে হারিয়েছে তারা। তবে শুরুটা ভালো হয়নি ইতালির। অপেক্ষাকৃত দুর্বল দল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষেও নিজেদের মেলে ধরতে পারেনি তারা।
ঘরের মাঠে খেললেও পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিতে পারেনি নেদারল্যান্ডস। 'এ' লিগের এক নম্বর গ্রুপের ম্যাচে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে নেশন্স লিগের প্রথম আসরের রানার্সআপরা। বসনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইতালিকে।
নেদারল্যান্ডস-পোল্যান্ড ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। যদিও প্রথমার্ধের শেষের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধেও গোলে দেখা মিলছিল না। আক্রমণ পাল্টা আক্রমণে এগোচ্ছিল খেলা। ম্যাচের ৬১ মিনিটে গিয়ে জালের ঠিকানা পায় নেদারল্যান্ডস। সতীর্থের কাছ থেকে বল পেয়ে গোল আদায় করে নেন উইঙ্গার স্টিভেন বার্গোয়াইন। এরপর অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফেরা হয়নি পোল্যান্ডের।
নেশন্স লিগের দ্বিতীয় আসরের দ্বিতীয় দিনে আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র। বেলারুশের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আলবেনিয়া। এ ছাড়া স্কটল্যান্ড-ইসরাইল, রোমানিয়া-নর্দার্ন আয়ারল্যারেন্ডর মধ্যকার ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়।
আজ রাতে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। আগামীকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। একই দিনে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।