পরিশ্রমের পুরস্কার পেয়েছেন হাসান
মসৃণ বোলিং অ্যাকশনের পাশাপাশি দারুণ গতি। আছে বাড়তি বাউন্স ছাড়াও বল স্কিড করানোর দক্ষতা। সব মিলিয়ে হাসান মাহমুদকে নিয়ে বাংলাদেশের বিরাট স্বপ্ন। স্বপ্নযাত্রার শুরুটা ঝলমলেই হয়েছে ডানহাতি তরুণ এই পেসারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৩ উইকেট ঝুলিতে পুড়েছেন হাসান।
তার অভিষেকের দিনে অবশ্য রাজত্ব কায়েম করেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের দিশেহারা করে তোলেন তিনি। সবখানে সাকিব বন্দনা শুরু হলেও আলোচনায় জায়গা পেয়েছে হাসানের নামটি।
প্রিয় শিষ্যের এমন ঝলমলে অভিষেকে খুশি বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন। তবে ওয়ানডে অভিষেকে তরুণ এই পেসারের তিন উইকেট নেওয়া দেখে একটুও বিস্মিত নন গিবসন। ক্যারিবিয়ান এই কোচের মতে, কঠিন পরিশ্রমের পুরস্কার পেয়েছেন হাসান মাহমুদ।
ওটিস গিবসন বলেন, 'হাসানের পারফরম্যান্সে মোটেও বিস্মিত হইনি। এ জন্যই তাকে একাদশে রাখা হয়েছিল। কারণ আমরা তার উন্নতি দেখেছি। সে প্রায় গত ১২ মাস ধরে আমাদের সাথে আছে। সে গত বছরের শুরুতে পাকিস্তানে ছিল। বেশ কিছু দিন ধরে ও আমাদের সাথে আছে এবং আমরা দেখেছি দারুণভাবে তার উন্নতি করতে। এটি ভালো ছিল যে, সে সুযোগ পেয়েছে। অভিষেকেই তিন উইকেট তার পরিশ্রমের জন্য ভালো পুরষ্কার।'
বেশ কিছুদিন ধরে ইনসুইং নিয়ে কাজ করে আসছেন মুস্তাফিজুর রহমান। উন্নতির প্রতিফলন দেখা গেছে প্রথম ওয়ানডেতে। ইনসুইংয়েই প্রথম উইকেটটি পান বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের উন্নতিতেও সন্তুষ্ট ওটিস গিবসন।
তিনি বলেন, 'সে অনেক পরিশ্রম করেছে। তার সাথে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। তার সাথে কাজ করা আনন্দদায়ক। আমরা চেষ্টা করছি বল ভেতরে আনার, তার কব্জির পজিশন নিয়ে। সে ইতোমধ্যে প্রমাণ করেছে যে, তার কব্জির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করছি সে এখান থেকে আরও ভালো করবে এবং সামনের ম্যাচগুলোয় আরও বল ভেতরের দিকে সুইং করাতে দেখবেন।'