পাকিস্তান যুবাদের বাংলাদেশ সফর স্থগিত
কদিন আগেই বাংলাদেশ-পাকিস্তান যুবাদের মধ্যকার সিরিজের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরটি হচ্ছে না। করোনাভাইরাসের অবনতি হওয়ায় সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
সিরিজটি স্থগিত হয়ে যাওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেছে বিসিবি ও পিসিবি। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে দুই বোর্ডের সুবিধা মতো সময়ে নতুন সূচিতে সিরিজটি আয়োজন করা হবে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। যেকোনো একটা সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করার পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই কথাবার্তা হচ্ছে। যখনই একটা আন্তর্জাতিক দলকে হোস্ট করার মতো পরিস্থিতি অনুকূলে মনে করব, তখনই আমরা করে ফেলব।'
আগের সূচি অনুযায়ী একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে ১২ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুবাদের। কিন্তু দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় গত সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন দেয় বাংলাদেশ সরকার। তাতে পাকিস্তানের দলটির সফর পিছিয়ে দেওয়া হয় ছয় দিন।
নতুন সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল ঢাকা পৌঁছে সিলেটে চলে যাওয়ার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হয়েই যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তাই আগামী বুধবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ কারণেই বাংলাদেশ-পাকিস্তান যুবাদের মধ্যকার সিরিজটি স্থগিত করা হয়েছে।
সরকারের নির্দেশনা মানতেই সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার। তিনি বলেন, 'দেশের করোনা পরিস্থিতি ভালো নয়। আগামী ১৪ তারিখ থেকে লকডাউন। কোন মুভমেন্ট করা যাবে না। এটা বিবেচনা করে আমরা সিরিজটি স্থগিত করছি। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পিসিবির সঙ্গে আলোচনা করে ঈদ-উল-ফিতরের পর সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের চেষ্টা করব।'