প্রথম পরীক্ষায় সাকিব নেগেটিভ, অপেক্ষায় মুস্তাফিজ
চার্টার্ড ফ্লাইটে গত বৃহস্পতিবার ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলে দেশে ফেরা এই দুই ক্রিকেটারের ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু হয় সেদিন থেকেই। সাকিব গুলশানের একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেস। মুস্তাফিজ তার স্ত্রীকে নিয়ে আছেন হোটেল সোনারগাঁওয়ে।
ইতোমধ্যে তাদের প্রথম করোনা করোনা পরীক্ষা করা হয়েছে। সাকিবের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে মুস্তাফিজ এখনও পরীক্ষার ফল হাতে পাননি। রোববার তার ফল আসবে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, 'আইপিএল খেলে দেশে ফেরা বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের প্রথম করোনা পরীক্ষা করা হয়েছে। সাকিবের ফল আমরা পেয়েছি, তার ফল নেগেটিভ এসেছে। মুস্তাফিজের করোনা পরীক্ষার ফল এখনও আমাদের হাতে আসেনি। রোবাবার সকালের মধ্যে তার ফল এসে যাবে বলে আশা করছি।'
আইপিএল খেলে সাকিব ও মুস্তাফিজের আগামী ১৮ মে দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে আইপিএল বন্ধ হয়ে যায়। তাই বিশেষ ব্যবস্থায় দ্রুতই দেশে ফিরে এসেছেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ থাকায় বিসিবির চেষ্টা ছিল এই দুই ক্রিকেটারের কোয়ারেন্টিনের সময় কমানোর। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়ে দেয়, ভারত থেকে ফেরায় তাদের ক্ষেত্রে কোনও ছাড় নয়, বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে সাকিব-মুস্তাফিজকে।
এরপরও অবশ্য চেষ্টা থামায়নি বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামেউদ্দিন চৌধুরী শনিবার বলেন, 'আমরা ওদের কোয়ারেন্টিনের সময় কমানোর চেষ্টা করছি। আজকেই একটা সবুজ সংকেত পেয়েছি। তাদের দুটি রিপোর্ট নেগেটিভ এলেই তারা অনুশীলনে যোগ দিতে পারবে।'