ফাইনালের আগে ফ্রান্স দলে করোনার হানা
বেলজিয়ামের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই জিতে নেশন্স লিগের ফাইনালে উঠেছে ফ্রান্স। আগামী ১০ অক্টোবর শিরোপার লড়াইয়ে ইতালির সান সিরোতে স্পেনের মুখোমুখি হবে হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের আর মাত্র একদিন বাকি, এমন সময়ে ফ্রান্স শিবিরে থাবা বসিয়েছে করোনাভাইরাস।
করোনায় আক্রান্ত হওয়ায় নেশন্স লিগের ফাইনাল থেকে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও। শনিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
রাবিও বর্তমানে আইসোলেশনে আছেন। তাকে ছাড়াই স্পেনের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী রোববার সান সিরোয় বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।
গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচটি খেলেছেন রাবিও। যদিও পুরোটা সময় খেলা হয়নি তার, ৭৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম।
রাবিওর বদলে কাউকে দলে নেওয়া হয়নি। ফাইনালে জুভেন্টাস মিডফিল্ডারের জায়গায় খেলানো হতে পারে মোনাকোর মিডফিল্ডার অহেলিয়া শুমেনিকে।