আজ মাঠে নামলেই ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড স্পর্শ করবেন মেসি
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামার মধ্য দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার একটি ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করতে পারেন লিওনেল মেসি। সাবেক বার্সেলোনা তারকার কাছে বিশ্বকাপ মঞ্চে টিকে থাকার জন্য এই ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত অর্জনের ঝুলি ভারি করার সুযোগও রয়েছে তার সামনে।
৩৫ বছর বয়সী লিওনেল মেসিকে অনেকেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ম্যারাডোনার সাথে তুলনা করেন। ম্যারাডোনার চাইতে মেসির অর্জন কম নয়, শুধু এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপ জিততে পারেননি পিএসজি ফরোয়ার্ড।
রোববার বাংলাদেশ সময় রাত একটায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে নিজের ২১তম ফিফা বিশ্বকাপ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। এর ফলে একমাত্র আর্জেন্টাইন ফুটবলার হিসেবে ম্যারাডোনার ২১টি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন মেসি।
২০২০ সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার বুয়েনোস এইরিসের টাইগ্রে শহরে মারা যান আর্জেন্টিনার স্বপ্নের নায়ক দিয়েগো ম্যারাডোনা। তবে নিজের চতুর্থ বিশ্বকাপেই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি নিজের দখলে নিয়েছিলেন ম্যারাডোনা, অন্যদিকে কাতারে এটি মেসির পঞ্চম বিশ্বকাপ। কিন্তু ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করতে পারলে আকাশি-সাদা জার্সিতে মেসির সাফল্যের পাল্লা যে ভারি হবে তাতে কোনো সন্দেহ নেই।
শুধু তাই নয়, ম্যারাডোনার বিশ্বকাপ গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগও রয়েছে মেসির সামনে। সৌদি আরবের সাথে ২-১ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করায় মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে মেসিদের। তবে সৌদি আরবের সাথে ম্যাচেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সপ্তম গোল স্কোর করেছিলেন মেসি। আর মেক্সিকোর বিপক্ষে গোল করতে পারলে ম্যারাডোনা ও গিজেরমো এস্তাবিলের সমান সংখ্যক গোল হবে তার। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ৮টি করে গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন এই দুই খেলোয়াড়।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি রয়েছে গ্যাব্রিয়েল বাতিস্তুতার দখলে। তিনি বিশ্বকাপে মোট গোল করেছেন ১০টি। আর্জেন্টিনা যদি গ্রুপ পর্ব পার হয়ে আরও সামনে এগিয়ে যেতে পারে, তাহলে বাতিস্তুতার রেকর্ড ভাঙার সুযোগও থাকবে মেসির। কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে না পারলে মেসির ব্যক্তিগত অর্জনও ফিকে হয়ে যাবে বলেই মনে করছেন সবাই।
সূত্র: মার্কা