বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে মাঠে নামবেন দানি আলভেজ
সার্বিয়াকে ২-০ আর সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইতিমধ্যে ব্রাজিল উঠে গেছে শেষ ষোলোতে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্যামেরুন। আর এই ম্যাচেই ব্রাজিলের সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন দানি আলভেজ।
স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত তিতের বিশ্বকাপ একাদশে অভিষেক হয়নি ৩৯ বছর বয়সী এই রাইটব্যাকের। তবে আজকের নিয়মরক্ষার ম্যাচে একাদশের নিয়মিত খেলোয়াড়দের অনেককেই বসিয়ে রাখতে পারেন কোচ। তাই আজকের ম্যাচেই অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারেন দানি।
মেক্সিকোর ইউএনএএমে খেলা, বার্সেলোনার হয়ে তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই ফুটবলার বলেন, "আমি ব্রাজিলের জার্সি পরে খেলতে পারি আর এটাই আমার কাছে সবচেয়ে গর্বের।"
সাবেক বার্সা ডিফেন্ডার কিছুদিন আগেই সেরে উঠেছেন হাঁটুর ইনজুরি থেকে।
২০০৬ সালে আন্তর্জাতিক অভিষেক আলভেজের। কাতার বিশ্বকাপে যে ব্রাজিল দলে তার নাম থাকবে, সেটিই ছিল এক চমক।
নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা এ রাইটব্যাকের ভাষ্যে, "১৬টি বছর আমি জাতীয় দলের সাথে আছি। সব সময় নিজের সর্বোচ্চটাই দিয়েছি। যারা ভালবেসে, আনন্দের সাথে নিজের কাজটি করে যায়, আমি মনে করি জীবন তাদেরকেই দু'হাত ভরে দেয়। ১৬ বছর আগে যে বীজ আমি বপন করেছিলাম, আজ তারই ফল উপভোগ করছি।"
ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ তিতেও, "কিছু পরিবর্তন থাকতে পারে, মূল খেলোয়াড়েরাও থাকবে। আগের দুটি ম্যাচে আমরা ১৯ জন ফুটবলারকে নামিয়েছি। আমার কাছে এরা কেউই শুরুর বা রিজার্ভড খেলোয়াড় না, তারা সবাই আমার কাছে এক।"