রোনালদোর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব তার বোনেরা
চলমান কাতার বিশ্বকাপে একদিনের জন্য পর্তুগালের শুরুর একাদশে সুযোগ না পাওয়াতেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক তুঙ্গে! নক-আউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের অন্যতম তারকা খেলোয়াড় রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে খেলা শুরু করেছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। আর তাতেই চটেছেন সিআরসেভেন! পর্তুগাল সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিলেও ম্যাচ শেষে সতীর্থদের সাথে উদযাপন না করেই ড্রেসিংরুমের দিকে হাটা দিয়েছিলেন রোনালদো; চোখেমুখে হতাশা ছিল স্পষ্ট। রোনালদোর সঙ্গে এহেন আচরণের ফলে ক্ষেপেছেন তার বোনেরাও। ভাইকে সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা।
সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর জায়গায় মাঠে নামানো হয়েছিল গনসালো রামোসকে। আর কোচের এ সিদ্ধান্ত যে বিফলে যায়নি তা প্রমাণ করে দিয়েছেন রামোস। কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক গড়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি।
অন্যদিকে, বেঞ্চে বসে থাকা রোনালদোর এটিই শেষ বিশ্বকাপ। তাই স্বভাবতই প্রতিটি ম্যাচ খেলতে মুখিয়ে ছিলেন তিনি। কিন্তু কোচের সিদ্ধান্তে খেলার একেবারের শেষের দিকে তাকে মাঠে নামানো হয়, যদিও কোনো গোল করতে পারেননি তিনি। তাই বলা যায়, রোনালদোকে ছাড়াই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল।
কিন্তু রোনালদোর বোনদের ভাষ্যে, দল সবকিছুর উর্ধ্বে হলেও রোনালদোর সাথে চলতি সপ্তাহে যা যা করা হয়েছে তা মোটেই উচিত নয়; বরং তিনি আরও বেশি সম্মান প্রাপ্য।
শুধুমাত্র বিশ্বকাপ ইস্যুতেই নয়, আগেপরেও পর্তুগিজ তারকার পক্ষে জোর গলায় কথা বলতে দেখা গেছে তার বোনদের। প্রায়ই তারা রোনালদোর পেশাদার ক্যারিয়ার সম্পর্কে ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন।
কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে বেঞ্চে রাখার প্রতিক্রিয়ায় রোনালদোর এক বোন বলেছেন, পর্তুগালের 'অসাধারণ জয়ের সুযোগ নিয়ে' একদল ভণ্ড লোক রোনালদোর সমালোচনা করতে হুমড়ি খেয়ে পড়েছে।
ইনস্টাগ্রামে ভাইয়ের পক্ষ নিয়ে রোনালদোর বোন এলমা লিখেছেন, "তুমি আজ বেঞ্চে ছিলে এবং এটা ভালো ব্যাপার যে এতে অন্যরাও খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু আমি শুধু ঐ ১% হতভাগা ও ভণ্ডদেরকে বলবো, তারা যেন মুখ বন্ধ করে রাখে... কারণ যে হাত তাদের খাইয়েছে, তারা এখন সেই হাতেই কামড় দিচ্ছে!"
জাতীয় দলে রোনালদোর অবদান যেন কেউ ভুলে না যায় তা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, "মাঠে যে ই খেলুক না কেন, পর্তুগালকে সমর্থন করুন। পর্তুগাল একটা দল। এটা শুধু রোনালদোকে নিয়ে না... দল ও কোচকে সম্মান করুন, তবে বিশেষভাবে রোনালদোকেও। রোনালদো চিরন্তন, সে যা যা অবদান রেখেছে এবং রাখবে তা কেউ কোনোদিন ভুলবে না।"
অন্যদিকে, রোনালদোর আরেক বোন কাতিয়া আভেইরো তার ভাইয়ের প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "পর্তুগাল জিতেছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু তার জন্য রোনালদোকে সমালোচনা কেন... এটাই ঠিক নয়, তারা এভাবে অভিশাপ দিয়েই যাচ্ছে, অপমান করেই যাচ্ছে রোনালদোকে। যা কিছু আমি পড়ছি ও শুনছি তা সত্যিই দুঃখজনক। কাতারে নয়, বরং নিজ দেশেই..."
তিনি বলেন, "সে (রোনালদো) বাড়ি ফিরে এলে আমরা তাকে জড়িয়ে ধরবো এবং তার অর্জনের কথা স্মরণ করিয়ে দিবো। আমরা যথেষ্ট দুঃখ ভোগ করেছি (তারা তা কোনোদিনই জানবে না)। তুমি (রোনালদো) অনেক মহান, আর সেটা ছোট মনমানসিকতার মানুষেরা বুঝবে না। বাড়ি ফিরে আসো, এখানে আমরাই শুধু তোমাকে সত্যিকারভাবে বুঝি, এখানেই তোমার পরিবার তোমায় আলিঙ্গন করবে।"
সূত্র: মার্কা